এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ‘ধুরন্ধর’-এর অ্যাকশন শেষ হতে না হতেই, এবার ‘ডন’ হিসেবে রুপালি পর্দা কাঁপাতে আসছেন বলিউড অভিনেতা রণবীর সিং। ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, আগামী ১৫ অক্টোবর তাঁর আসন্ন সিনেমা ‘ধুরন্ধর’-এর শুটিং শেষ করেই, তিনি ফারহান আখতার পরিচালিত বহু প্রতীক্ষিত ‘ডন ৩’-এর জন্য প্রস্তুতি শুরু করবেন। আগামী বছরের জানুয়ারি মাস থেকেই শুরু হতে চলেছে এই সিনেমার শুটিং।
‘ডন’ এবং ‘ডন ২’-তে শাহরুখ খানের আইকনিক চরিত্রের পর, এবার রণবীর সিংকে দিয়ে এই ফ্র্যাঞ্চাইজিকে এক নতুন রূপ দিতে চাইছেন নির্মাতারা। প্রতিবেদনে বলা হয়েছে, ‘ডন ৩’-এ রণবীরের চরিত্রটি অনেকটা জেমস বন্ডের আদলে তৈরি করা হচ্ছে, যা দর্শকদের জন্য এক বিরাট চমক হতে চলেছে।
শোনা যাচ্ছে, এই সিনেমায় রণবীরের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যেতে পারে অভিনেত্রী কৃতি শ্যাননকে।
বর্তমানে রণবীর সিং তাঁর আসন্ন সিনেমা ‘ধুরন্ধর’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। যদিও তিনি অক্টোবরের মধ্যেই তাঁর অংশের শুটিং শেষ করবেন, তবে ছবিটির বাকি কাজ চলতে থাকবে। আগামী ৫ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ‘ধুরন্ধর’।
শাহরুখ খানের ছেড়ে যাওয়া ‘ডন’-এর জুতোয় রণবীর কতটা সফলভাবে পা গলাতে পারেন, এবং ‘জেমস বন্ড’ স্টাইলের এই নতুন ‘ডন’কে দর্শকরা কীভাবে গ্রহণ করেন— এখন সেটাই দেখার অপেক্ষা।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0