এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ‘কফি উইথ করণ’-এর মঞ্চে হৃতিক রোশনের করা প্রায় দুই দশক পুরনো একটি মন্তব্য নতুন করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। শো-এর একটি পর্বে তিনি বলিউড সুপারস্টার আমির খান এবং সালমান খানের উচ্চতা নিয়ে রসিকতা করেছিলেন। যা এখন অনেকেই ‘কটাক্ষ’ এবং ‘ব্যক্তিগত আক্রমণ’ হিসেবে দেখছেন।
‘কফি উইথ করণ’-এর দ্বিতীয় সিজনে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অতিথি হিসেবে এসেছিলেন হৃতিক রোশন। শো-এর জনপ্রিয় ‘র্যাপিড ফায়ার’ রাউন্ডে করণ জোহর হৃতিককে প্রশ্ন করেন, “আমির খান না সালমান খান, কার সঙ্গে কাজ করতে বেশি আগ্রহী?”
এই প্রশ্নের উত্তরে হৃতিক এক অপ্রত্যাশিত জবাব দেন। তিনি বলেন, “দু’জনেরই তো একই উচ্চতা। যে কোনো একজন।” তাঁর এই উত্তর শুনে প্রিয়াঙ্কা চোপড়া হাসিতে ফেটে পড়েন এবং করণ জোহর নিজেও বাকরুদ্ধ হয়ে যান।
যদিও সেই সময়ে ঘটনাটিকে একটি হালকা রসিকতা হিসেবেই দেখা হয়েছিল, কিন্তু সম্প্রতি ক্লিপটি ভাইরাল হওয়ার পর, নেটিজেনরা হৃতিকের এই মন্তব্যের তীব্র সমালোচনা করছেন।
একজন লিখেছেন, “হৃতিক হয়তো মজা করেছেন, কিন্তু জনসমক্ষে এমন ব্যক্তিগত মন্তব্য করা উচিত নয়।” আরেকজন মন্তব্য করেছেন, “হৃতিক তার উচ্চতাকে ব্যবহার করে অন্য তারকাদের খোঁচা দিয়েছেন।”
একজন শীর্ষস্থানীয় অভিনেতার মুখে অন্য দুই সুপারস্টারকে নিয়ে এমন মন্তব্যে অনেকেই অসন্তুষ্ট এবং বিষয়টিকে ‘ঔদ্ধত্য’ হিসেবেই দেখছেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0