এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ‘গ্যাংস অফ ওয়াসেপুর’, ‘মহারানি’ খ্যাত জনপ্রিয় বলিউড অভিনেত্রী হুমা কুরেশি কি তবে চুপিসারে বাগদান সেরে ফেললেন? সম্প্রতি তাঁর দীর্ঘদিনের প্রেমিক, অভিনেতা ও অভিনয়ের প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে তাঁর আংটি বদলের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যদিও হুমা বা রচিত কেউই এই বিষয়ে মুখ খোলেননি, তবে তাঁদের এক ঘনিষ্ঠ বন্ধুর ইনস্টাগ্রাম স্টোরিই এই জল্পনার আগুনে ঘি ঢেলেছে।
সম্প্রতি হুমার বন্ধু আকশা রঞ্জন কাপুর তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন, যেখানে হুমা এবং রচিতকে ম্যাচিং পোশাকে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “তোমাদের ছোট্ট স্বর্গরাজ্যের জন্য শুভেচ্ছা। দারুণ কাটুক আজকের দিনটা।”
এই ‘ছোট্ট স্বর্গরাজ্য’ এবং শুভেচ্ছা বার্তা দেখেই, নেটিজেনরা অনুমান করছেন যে, হুমা এবং রচিতের বাগদান ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
রচিত সিং শুধু হুমার প্রেমিকই নন, তিনি তাঁর অভিনয়ের প্রশিক্ষকও বটে। এ ছাড়াও, তিনি আলিয়া ভাট, রণবীর সিং, ভিকি কৌশল এবং আনুশকা শর্মার মতো বলিউডের প্রথম সারির তারকাদেরও অভিনয়ের প্রশিক্ষণ দিয়েছেন। সম্প্রতি রবিনা ট্যান্ডনের ওয়েব সিরিজ ‘কর্ম কলিং’-এ ‘বেদান্ত’র চরিত্রে অভিনয় করেও তিনি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।
হুমা এবং রচিতের সম্পর্ক নিয়ে বলিউডে গুঞ্জন দীর্ঘদিনের। এবার তাঁদের বন্ধুর এই পোস্টে সেই গুঞ্জনই সত্যি বলে ধরে নিচ্ছেন অনেকে। এখন শুধু এই তারকা জুটির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0