এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্বদেশপ্রেমের বিখ্যাত উপন্যাস ‘পথের দাবি’ প্রকাশের ১০০ বছর পূর্তিকে সামনে রেখে, এবার সেই উপন্যাসের পটভূমিতে এক বিশাল বাজেটের সিনেমা নির্মাণ করতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ শিরোনামের এই সিনেমাটির প্রযোজনা করছে এসভিএফ এবং রানা সরকার। আজ, বুধবার (১৭ সেপ্টেম্বর) ছবিটির তারকাখচিত কলাকুশলীদের নাম ঘোষণা করা হয়েছে।
এক সাক্ষাৎকারে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছেন, ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন টোটা রায় চৌধুরী, আবীর চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকার। তবে সবচেয়ে বড় চমক হিসেবে থাকছেন ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’ খ্যাত অভিনেত্রী দিব্যাণী মণ্ডল। এই সিনেমার মাধ্যমেই তাঁর বড় পর্দায় অভিষেক হতে চলেছে।
এ ছাড়াও, অনেকদিন পর সৃজিতের সিনেমায় ফিরছেন রুদ্রনীল ঘোষ। থাকছেন কাঞ্চন মল্লিক এবং সত্যম ভট্টাচার্যের মতো শক্তিশালী অভিনেতারাও।
তবে সিনেমায় কে শরৎচন্দ্রের ভূমিকায় অভিনয় করছেন বা অন্যান্য চরিত্রেই বা কারা থাকছেন, সেই রহস্য এখনই ভাঙতে নারাজ পরিচালক। তিনি বলেন, “আপাতত এই উত্তর তোলা থাক। ওরা চিত্রনাট্য পড়ে ভীষণ খুশি। নভেম্বর থেকে শুটিং শুরুর ইচ্ছা।”
শোনা যাচ্ছে, এই ছবিতে সৃজিতের ‘ব্লু আইড বয়’ অনির্বাণ ভট্টাচার্যও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন। তবে প্রযোজক রানা সরকার জানিয়েছেন, “অনির্বাণের বিষয়টি ফেডারেশনের বিবেচনাধীন। সংগঠন সবুজ সংকেত দিক, তখন আনুষ্ঠানিক ঘোষণা হবে।”
সব মিলিয়ে, ‘পথের দাবি’র মতো এক ঐতিহাসিক প্রেক্ষাপটে, এমন একঝাঁক তারকাকে নিয়ে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন এই সিনেমাটি ঘোষণার সঙ্গে সঙ্গেই টলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0