এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বিনোদন জগতের তারকারা প্রায়শই নতুন নতুন সামাজিক মাধ্যমের ট্রেন্ডে গা ভাসান। এবার সেই তালিকায় যুক্ত হলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। গুগল জেমিনির একটি নতুন এআই (AI) ট্রেন্ড ব্যবহার করে তিনি তাঁর বর্তমানের সঙ্গে শৈশবের এক আবেগঘন মেলবন্ধন ঘটিয়েছেন, যা দেখে মুগ্ধ তাঁর অগণিত ভক্ত।
গুগল জেমিনির নতুন এই এআই ট্রেন্ডটি ব্যবহারকারীদের শৈশবের একটি ছবি এবং বর্তমানের একটি ছবিকে একত্রিত করে এক নতুন ছবি তৈরি করে দেয়। ‘ন্যানো ব্যানানা’ নামের একটি বিশেষ এআই ইমেজ জেনারেশন টুলের মাধ্যমে তৈরি এই ছবিতে দেখা যায়, বর্তমান ‘আপনি’ যেন আপনারই ছোটবেলার নিজেকে আদর করছেন বা জড়িয়ে ধরে আছেন।
আলিয়া ভাটই প্রথম বলিউড তারকা, যিনি এই ট্রেন্ডে অংশ নিলেন। প্রথমে তাঁর একটি ফ্যান পেজ থেকে ছবিটি শেয়ার করা হয়, যেখানে দেখা যায়, বর্তমান আলিয়া তাঁর ছোট্টবেলার ‘আমি’কে পরম মমতায় জড়িয়ে ধরে আছেন।
এই ছবিটি আলিয়া নিজেও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, “কখনো কখনো আমাদের শুধু আমাদের আট বছরের ভেতরের শিশুটিকে জড়িয়ে ধরা দরকার।”
ছবিটির সঙ্গে তিনি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করেছেন টেইলর সুইফটের জনপ্রিয় গান ‘দ্য ওয়ে আই লাভড ইউ’, যা পুরো পোস্টটিকে এক অন্য মাত্রা দিয়েছে। আলিয়ার এই আবেগঘন এবং নস্টালজিক পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে এবং ট্রেন্ডটিকে আরও জনপ্রিয় করে তুলেছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0