বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

সাফার বরিশাল সফর: শুটিং নাকি হৃদয়ের ভ্রমণ?

“এইবার গিয়েছিলাম শুটিংয়ের কাজে, কিন্তু সেটা যেন রূপ নিল এক পূর্ণ, মনভরানো সফরে—লঞ্চে পা রাখার মুহূর্ত থেকে শুরু করে বিদায় নেওয়া পর্যন্ত। বরিশাল, তুমি আমার হৃদয় জয় করেছ।”

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ঈদের ছুটি শেষে আবারও শুটিংয়ে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। তবে এবারের ফেরাটা ছিল তাঁর জন্য একটু ভিন্ন এবং বিশেষ। সম্প্রতি একটি নাটকের শুটিংয়ের জন্য তিনি গিয়েছিলেন তাঁর নিজ জেলা বরিশালে। টানা এক সপ্তাহ কাজ শেষে ঢাকায় ফিরে তিনি সামাজিক মাধ্যমে তাঁর এই সফর নিয়ে এক আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন, যা ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।

কাজের ফাঁকে শিকড়ের টান: বরিশালের গৌরনদীতে দাদাবাড়ি এবং বরিশাল সদরে মায়ের বাড়ি হলেও, সাফার জন্ম ও বেড়ে ওঠা ঢাকাতেই। কিন্তু নিজের শিকড়ের প্রতি তাঁর টান এতটুকুও কমেনি। সেই টান থেকেই এবারের বরিশাল সফর তাঁর কাছে শুধু একটি কাজ ছিল না, ছিল হৃদয়ের ভ্রমণ।

তিনি তাঁর পোস্টে লিখেছেন, “এইবার গিয়েছিলাম শুটিংয়ের কাজে, কিন্তু সেটা যেন রূপ নিল এক পূর্ণ, মনভরানো সফরে—লঞ্চে পা রাখার মুহূর্ত থেকে শুরু করে বিদায় নেওয়া পর্যন্ত। বরিশাল, তুমি আমার হৃদয় জয় করেছ।” তিনি আরও যোগ করেন, “প্রতিবার বরিশালে গেলেই একটা গভীর, অজানা টান অনুভব করি—মনে হয়, আত্মার একটা অংশ এই জায়গার সঙ্গে জড়িয়ে আছে। বরিশালে যে শান্তি আমি পাই, তা আর কোথাও পাই না। আবার নতুন করে প্রেমে পড়ে যাই, বরিশালের কাদামাখা রাস্তা, আঁকাবাঁকা নদী, বৃষ্টির পর মাটির গন্ধ, আর অবশ্যই, মুখরোচক খাবার।”

এক অন্যরকম শুটিং অভিজ্ঞতা: যে নাটকটির শুটিংয়ে তিনি গিয়েছিলেন, সেটির নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে এই শুটিংয়ের অভিজ্ঞতা ছিল তাঁর জন্য বেশ আবেগঘন। কারণ, ইউনিটের বেশিরভাগ সদস্য—শিল্পী, পরিচালক, ক্যামেরাম্যান—সবাই কোনো না কোনোভাবে বরিশালের সঙ্গেই জড়িত ছিলেন। 

নস্টালজিয়া এবং শূন্যতা: তবে এই আনন্দের মাঝেও কিছুটা শূন্যতা অনুভব করেছেন সাফা। তিনি বলেন, “ছোটবেলায় প্রায় প্রতি ঈদে বরিশাল যাওয়া হতো। তখন দাদা-দাদি, নানা-নানি ও আত্মীয়স্বজনে ভরপুর থাকত। এখন আত্মীয়দের কেউ থাকলে অন্তত শুটিংয়ের ফাঁকে তাদের বাড়িতে বেড়াতে যেতে পারতাম, এই আফসোসটা ছিল অনেক বেশি।”

সব মিলিয়ে, সাফা কবিরের এই বরিশাল সফর ছিল কাজ এবং ব্যক্তিগত অনুভূতির এক দারুণ মেলবন্ধন।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0