এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: গত বছরের শেষে, অভিনেত্রী তানজিন তিশা এবং মুমতাহিনা টয়ার সঙ্গে মাদককাণ্ডে নাম জড়িয়েছিল জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরেরও। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে মাদক সংগ্রহের অভিযোগ ওঠার পর, সাফা নিজেকে সামাজিক মাধ্যমসহ সব জায়গা থেকে গুটিয়ে নিয়েছিলেন। অবশেষে, দীর্ঘ আট মাস পর, সেই ভয়াবহ অভিজ্ঞতা এবং তার পরিণতি নিয়ে মুখ খুললেন তিনি। রুম্মান রশীদ খানের ‘বিহাইন্ড দ্য ফ্রেম’ পডকাস্টে এসে তিনি জানিয়েছেন, ওই একটি খবরের কারণে কীভাবে তিনি কাজ হারাচ্ছিলেন এবং সিনিয়র শিল্পীরাও তাঁকে এড়িয়ে চলছিলেন।
সাফা কবির বলেন, “নিউজটি দেখার পর পুরোপুরি শকড হয়েছিলাম। কী হচ্ছে এটা, এমনটাই শুধু ভাবছিলাম। ...এমন খবর প্রকাশের পর আমার ক্ষতি হয়ে গেল। তিন–চারটা মিডিয়ার মেয়েকে নিয়ে যে নিউজটা করল, তারা একটিবার চিন্তা করল না? যে এ মেয়েগুলোর লাইফের কী হবে?”
সেই সময়ের দুর্বিষহ স্মৃতিচারণ করে সাফা বলেন, “বৃহস্পতিবার খবরটি প্রকাশ করা হয়। রোববার একটি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করার কথা ছিল। কিন্তু এমন খবরের কারণে তারা সেটা বাতিল করে দেয়।”
তিনি আরও বলেন, “আমার কাছে প্রমাণ করার কিছু নেই, বোঝানো ছাড়া। আমার সিনিয়র শিল্পীরা আমার সঙ্গে কাজ বাতিল করে দিচ্ছিল। বিতর্ক এড়াতে আমার সঙ্গে কাজ করতে চাইছিল না কেউ।”
তবে এই কঠিন সময়ে তিনি পাশে পেয়েছিলেন তাঁর শোবিজের কিছু বন্ধুকে। সাফা বলেন, “সে সময় আমার শোবিজের বন্ধুরা পাশে দাঁড়িয়েছিল। তৌসিফ মাহবুব তখন বলেছিল, আমি সাফার সঙ্গে কাজ করব। এ ছাড়া জোভান অনেক সহযোগিতা করেছে, সিয়ামও সে সময় মানসিকভাবে পাশে ছিল।”
সাফা কবিরের এই অকপট স্বীকারোক্তি প্রমাণ করে, যাচাই-বাছাই ছাড়া একটি সংবাদ কীভাবে একজন শিল্পীর ক্যারিয়ার এবং মানসিক স্বাস্থ্যের উপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0