বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

পেঁয়াজ খেয়ে রোমান্টিক দৃশ্য, মণীষার ওপর ‘বদলা’ নিতে চেয়েছিলেন ববি!

এই ঘটনায় ববি দেওল এতটাই বিরক্ত হয়েছিলেন যে, তিনি মণীষার ওপর বদলা নেওয়ার পরিকল্পনা করেন।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: পর্দায় তারকাদের রোমান্টিক দৃশ্য দেখে দর্শকরা মুগ্ধ হলেও, সেই দৃশ্য ধারণ করার পেছনের গল্প সবসময় ততটা মধুর হয় না। সম্প্রতি এমনই এক অপ্রীতিকর কিন্তু মজার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন অভিনেতা ববি দেওল। ১৯৯৭ সালের সুপারহিট সিনেমা ‘গুপ্ত’-এর শুটিংয়ের সময় সহ-অভিনেত্রী মণীষা কৈরালার মুখের দুর্গন্ধে তাঁর যে ভয়াবহ অবস্থা হয়েছিল, সেই কথাই জানিয়েছেন তিনি।

যেভাবে ঘটনার সূত্রপাত: ববি জানান, সিনেমার জনপ্রিয় গান ‘বেচানিয়াঁ’-এর একটি ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং চলছিল। তিনি বলেন, “মণীষা আমার কাছে ওর মুখ নিয়ে আসে। আমি যাই। হঠাৎ করেই, ওরে বাবা! কী বাজে গন্ধ! ঠিক তার আগেই ও কাঁচা পেঁয়াজ দিয়ে চানা চাট খেয়েছিল।”

তিনি আরও যোগ করেন, “এখনো অবাক লাগে কিভাবে ওই দৃশ্যে অভিনয় করেছিলাম আমি। কারণ, ওই গন্ধের মধ্যে দাঁড়িয়ে রোম্যান্সের কথা মাথাতেও আসছিল না।”

বদলা নেওয়ার চেষ্টা এবং তার পরিণতি: এই ঘটনায় ববি দেওল এতটাই বিরক্ত হয়েছিলেন যে, তিনি মণীষার ওপর বদলা নেওয়ার পরিকল্পনা করেন। তিনি জানান, সেটে একজন নবাগত অভিনেতার মণীষার সঙ্গে একটি দৃশ্য ছিল। ববি তাঁকে প্ররোচিত করে পেঁয়াজ খাইয়ে মণীষার সঙ্গে শট দিতে পাঠান।

ববি ভেবেছিলেন, এবার নবাগত অভিনেতার মুখ থেকে পেঁয়াজের গন্ধ পেয়ে মণীষা রেগে যাবেন বা চিৎকার করবেন, আর তাতেই তাঁর বদলা নেওয়া পূর্ণ হবে। কিন্তু ঘটেছিল ঠিক তার উল্টো। ববি বলেন, “ওই পেঁয়াজের গন্ধ একেবারেই প্রভাব ফেলতে পারেনি অভিনেত্রীর মনে। কোনো অভিযোগ না করেই তিনি ওই নবাগতের সঙ্গে শুট শেষ করেন।”

সব মিলিয়ে, মণীষার ওপর বদলা নিতে গিয়ে নিজেই ব্যর্থ হয়েছিলেন ববি দেওল। ‘গুপ্ত’ সিনেমার পেছনের এই মজার গল্পটি এতদিন পর প্রকাশ্যে আসায় নেটিজেনরাও বেশ মজা পেয়েছেন।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0