এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: আজ ৩০ আগস্ট, কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের ৮ম মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের এই দিনে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। তিনি ছিলেন সেই শিল্পী, যাঁর গান শুধু সুরের জাদুই ছড়ায়নি, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পুরো একটি জাতিকে জুগিয়েছিল সাহস ও প্রেরণা। তাঁর গাওয়া ‘সালাম সালাম হাজার সালাম’, ‘জয় বাংলা বাংলার জয়’-এর মতো কালজয়ী গানগুলো তাঁকে অমর করে রেখেছে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আব্দুল জব্বার হয়ে উঠেছিলেন একজন কণ্ঠসৈনিক। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত তাঁর গানগুলো রণাঙ্গনে থাকা মুক্তিযোদ্ধাদের মনোবল বাড়াত এবং তাঁদের মধ্যে দেশপ্রেমের আগুন জ্বালিয়ে রাখত। শুধু দেশেই নয়, তিনি ভারতের মুম্বাইয়ে বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করেন এবং কনসার্ট থেকে প্রাপ্ত প্রায় ১২ লাখ রুপি মুক্তিযোদ্ধাদের ত্রাণ তহবিলে দান করেন।
১৯৩৮ সালে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করা এই কিংবদন্তি শিল্পী ১৯৬২ সালে চলচ্চিত্রের জন্য গান গাওয়ার মাধ্যমে তাঁর প্লেব্যাক ক্যারিয়ার শুরু করেন। মুক্তিযুদ্ধের গান ছাড়াও, তাঁর গাওয়া ‘ওরে নীল দরিয়া’, ‘তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়’-এর মতো গানগুলো বাংলা সিনেমার ইতিহাসে অমর হয়ে আছে। ২০০৬ সালে বিবিসি বাংলার জরিপে তাঁর দুটি গান সর্বকালের সেরা ২০টি বাংলা গানের তালিকায় স্থান পায়।
সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ, তিনি বঙ্গবন্ধু স্বর্ণপদক (১৯৭৩), একুশে পদক (১৯৮০) এবং স্বাধীনতা পদক (১৯৯৬)-এর মতো সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হয়েছেন।
তাঁর প্রয়াণ দিবসে, বাংলাদেশ তাঁকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0