এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: পর্দায় তিনি বহুবার অ্যাকশন হিরোর ভূমিকায় অভিনয় করেছেন। এবার বাস্তব জীবনেও পর্দার পেছনের আসল অ্যাকশন হিরো, অর্থাৎ স্টান্টম্যানদের জন্য নায়ক হয়ে উঠলেন অক্ষয় কুমার। সম্প্রতি তামিল সিনেমায় স্টান্টম্যান রাজুর মর্মান্তিক মৃত্যুর পর, ভারতজুড়ে প্রায় ৬৫০ জন স্টান্টম্যান ও স্টান্টওম্যানের জন্য তিনি একটি স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা ব্যবস্থা গড়ে তুলেছেন। তাঁর এই মহৎ এবং সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছেন পুরো ইন্ডাস্ট্রি।
যেভাবে এলো এই উদ্যোগ: বহুদিন ধরেই অভিযোগ ছিল, স্টান্টম্যানরা কঠিন দৃশ্যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও প্রাপ্য সুরক্ষা পান না। গুরুতর আহত হলেও অনেক সময়ই তাঁরা সঠিক চিকিৎসা পান না এবং মৃত্যুর পর তাঁদের পরিবার অসহায় হয়ে পড়ে। সম্প্রতি তামিল তারকা আর্য অভিনীত একটি সিনেমার শুটিংয়ে স্টান্টম্যান রাজুর মৃত্যু সেই নির্মম বাস্তবতাকে আবার সামনে নিয়ে আসে। আর এই সংকটময় পরিস্থিতিতেই এগিয়ে এলেন অক্ষয় কুমার।
বীমার বিস্তারিত: বিখ্যাত অ্যাকশন কোরিওগ্রাফার বিক্রম দহিয়া জানিয়েছেন, অক্ষয়ের এই উদ্যোগে এখন থেকে যেকোনো স্টান্টম্যান শুটিং সেটে বা সেটের বাইরে দুর্ঘটনার শিকার হলে পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা পাবেন।
বিক্রম দহিয়া বলেন, “এতদিন এই মানুষগুলো ছিল অন্ধকারে। ঝুঁকি ছিল তাদের পেশার অঙ্গ, কিন্তু সুরক্ষা ছিল না। অক্ষয় স্যরের এই উদ্যোগ তাদের জীবনে আশার আলো।”
অক্ষয় কুমারের এই পদক্ষেপ শুধু একজন শিল্পীকে সাহায্য করা নয়, বরং ইন্ডাস্ট্রির একটি বড় এবং পুরনো সমস্যার স্থায়ী সমাধানের দিকে এক বলিষ্ঠ পদক্ষেপ, যা পর্দার পেছনের নায়কদের জীবনে সুরক্ষা এবং সম্মান এনে দেবে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0