এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: দুই দিন আগে রণবীর সিংয়ের ৪০তম জন্মদিনে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত নতুন সিনেমা ‘ধুরন্ধর’-এর টিজার। টিজারটি একদিকে যেমন রণবীরের পারফরম্যান্সের জন্য প্রশংসা কুড়াচ্ছে, তেমনই জন্ম দিয়েছে নতুন আলোচনার। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ছবির নায়িকা, ২০ বছর বয়সী সারা অর্জুন। রণবীরের সঙ্গে তাঁর ২০ বছরের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক মাধ্যমে চলছে জোর চর্চা। তবে অনেকের কাছে অপরিচিত হলেও, সারা অর্জুন ভারতীয় চলচ্চিত্র জগতের জন্য নতুন কোনো নাম নন।
কে এই সারা অর্জুন? ‘ধুরন্ধর’-এর টিজার প্রকাশের পর অনেকেই সারাকে সারা আলী খান বা সারা টেন্ডুলকারের সঙ্গে গুলিয়ে ফেললেও, তিনি আসলে দক্ষিণী সিনেমার এক পরিচিত মুখ। জনপ্রিয় এই শিশুশিল্পী হলেন অভিনেতা রাজ অর্জুনের (কিছু গণমাধ্যমে জয় অর্জুন হিসেবে উল্লেখিত) কন্যা।
শিশুশিল্পী হিসেবে বর্ণাঢ্য ক্যারিয়ার: সারা অর্জুনের অভিনয়ের সফর শুরু হয়েছিল মাত্র ছয় বছর বয়সে, ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘দেইভা থিরুমঙ্গলম’ দিয়ে। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি দর্শক ও সমালোচকদের তাক লাগিয়ে দিয়েছিলেন। সেই বছরই ‘৪০৪’ সিনেমার মাধ্যমে হিন্দিতেও তাঁর অভিষেক হয়।
এরপর ২০১৩ সালে ‘এক থি ডায়েন’ ছবিতে ইমরান হাশমির বোনের চরিত্রে এবং সালমানের ‘জয় হো’ ছবিতেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁকে দেখা গিয়েছিল। তবে তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য কাজগুলোর একটি হলো মণি রত্নমের সাড়া জাগানো সিনেমা ‘পোন্নিইন সেলভান’, যেখানে তিনি ঐশ্বরিয়া রাই বচ্চনের কিশোরীবেলার ভূমিকায় অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান।
‘ধুরন্ধর’ এবং বয়সের ব্যবধান নিয়ে বিতর্ক: শিশুশিল্পী হিসেবে সাফল্যের পর, এবার ‘ধুরন্ধর’-এর মতো একটি বড় ক্যানভাসের সিনেমার মাধ্যমে বলিউডে প্রাপ্তবয়স্ক নায়িকা হিসেবে তাঁর যাত্রা শুরু হচ্ছে। ছবিতে তাঁকে রণবীর সিংয়ের সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। তবে ৪০ বছর বয়সী রণবীরের বিপরীতে ২০ বছর বয়সী সারার এই কাস্টিং নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। যদিও বলিউডে নায়ক-নায়িকার বয়সের ব্যবধান নতুন কিছু নয়, তবে এই বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
আদিত্য ধর পরিচালিত এই ছবিটি চলতি বছরের ৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা। একদিকে যেমন বয়সের ব্যবধান নিয়ে বিতর্ক চলছে, তেমনই সারার মতো একজন প্রতিভাবান অভিনেত্রীর বড় পরিসরে প্রত্যাবর্তন নিয়েও দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0