বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

স্মৃতিকে নিয়ে ‘বেঁফাস’ মন্তব্য, বডিশেমিংয়ের অভিযোগে তোপের মুখে রাম কাপুর

তিনি বলেন, “পুরুষদের ক্ষেত্রে চেহারা ভারী হলে সফল হওয়া কঠিন হয়ে ওঠে। যেমন আমার ক্ষেত্রে হয়েছে। কিন্তু বিপরীত লিঙ্গের ক্ষেত্রে সেটা হয় না। যেমন স্মৃতি আমার মত ভারী চেহারার হওয়া সত্ত্বেও ক্যারিয়ারে সাফল্য পেয়েছেন।”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: একসময়ের জনপ্রিয় অভিনেত্রী এবং বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে নিয়ে এক বিতর্কিত মন্তব্য করে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা রাম কাপুর। নিজের নতুন ওয়েব সিরিজ ‘মিস্ট্রি’র প্রচারণায় এসে তিনি স্মৃতির শারীরিক গঠন এবং ক্যারিয়ারের সাফল্য নিয়ে এমন কিছু কথা বলেন, যার জেরে নেটিজেনরা তাঁর বিরুদ্ধে বডিশেমিং এবং লিঙ্গবৈষম্যের মতো গুরুতর অভিযোগ তুলেছেন।

যে মন্তব্য ঘিরে বিতর্ক: ‘কিউকি সাস ভি কাভি বহু থি’ সিরিয়ালের দৌলতে রাম কাপুর ও স্মৃতি ইরানির জুটি একসময় দর্শকদের কাছে খুবই জনপ্রিয় ছিল। সেই পুরোনো স্মৃতি নিয়ে কথা বলতে গিয়েই রাম কাপুর এই বেঁফাস মন্তব্য করে বসেন। তিনি বলেন, “পুরুষদের ক্ষেত্রে চেহারা ভারী হলে সফল হওয়া কঠিন হয়ে ওঠে। যেমন আমার ক্ষেত্রে হয়েছে। কিন্তু বিপরীত লিঙ্গের ক্ষেত্রে সেটা হয় না। যেমন স্মৃতি আমার মত ভারী চেহারার হওয়া সত্ত্বেও ক্যারিয়ারে সাফল্য পেয়েছেন।”

তিনি আরও যোগ করেন, “বেশি ওজন হওয়ায় অভিনয় জগত থেকে কিছুদিন বিরতিতেও ছিলাম। ওজন কমিয়ে আবার ফিরে এসেছি। কিন্তু স্মৃতিকে বিরতিতে যেতে হয়নি।”

নেটিজেনদের তীব্র প্রতিক্রিয়া: রাম কাপুরের এই মন্তব্য প্রকাশের সঙ্গে সঙ্গেই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনদের একাংশ তাঁর মানসিকতা নিয়ে প্রশ্ন তোলেন। মন্তব্যের ঘরে একজন লেখেন, “ওজন কমানোর পর থেকে ইনি এমন হয়ে গিয়েছেন। আগে খুবই ভদ্র অভিনেতা ছিলেন।”

আরেকজন তাঁর তুলনা করার ধরণ নিয়ে প্রশ্ন তুলে লেখেন, “রামের কি মনে হয় তিনি স্মৃতির চেয়ে ভালো অভিনেতা?”

অনেকেই তাঁর মন্তব্যকে সরাসরি ‘বডিশেমিং’ বলে অভিহিত করেছেন। একজন ক্ষুব্ধ হয়ে লেখেন, “একে বডিশেমিং বলা হয়। এই অভিনেতাকে কেউ চুপ করতে বলুন। নিজে ওজন কমিয়ে এখন খালি উল্টোপাল্টা মন্তব্য করছেন।”

সব মিলিয়ে, একজন সিনিয়র শিল্পী হিসেবে আরেকজন প্রতিষ্ঠিত সহকর্মীকে নিয়ে প্রকাশ্যে এমন তুলনা এবং তাঁর সাফল্যকে কিছুটা হালকা করে দেখানোর এই প্রচেষ্টা ভালোভাবে নেননি দর্শকরা। এই ঘটনাটি বিনোদন জগতে আবারও লিঙ্গবৈষম্য এবং বডিশেমিং নিয়ে বিতর্ককে উস্কে দিয়েছে।


বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0