বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

একই পোস্টারে রজনীকান্ত, আমির খান ও নাগার্জুনা, ‘কুলি’ নিয়ে তোলপাড়

ট্রেলারের দিন ঘোষণার পাশাপাশি, নির্মাতারা একটি নতুন পোস্টারও প্রকাশ করেছেন, যা সিনেমাটি নিয়ে দর্শকদের উন্মাদনাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: অবশেষে অপেক্ষার অবসান। সুপারস্টার রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী সিনেমা ‘কুলি’-র ট্রেলারের মুক্তির দিনক্ষণ ঘোষণা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স। আগামী ২ আগস্ট সিনেমাটির ট্রেলার মুক্তি পাবে। একই সঙ্গে জানানো হয়েছে,লোকেশ কানাগরাজ পরিচালিত এই সিনেমাটি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট।

ট্রেলারের দিন ঘোষণার পাশাপাশি, নির্মাতারা একটি নতুন পোস্টারও প্রকাশ করেছেন, যা সিনেমাটি নিয়ে দর্শকদের উন্মাদনাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। পোস্টারটিতে একসঙ্গে দেখা যাচ্ছে রজনীকান্ত, বলিউড তারকা আমির খান, দক্ষিণী সুপারস্টার নাগার্জুনা আক্কিনেনি এবং উপেন্দ্র রাওকে। এক ফ্রেমে এতজন বড় তারকাকে দেখে উচ্ছ্বসিত ভক্তরা।

চেন্নাইয়ে জমকালো আয়োজন: জানা গেছে, আগামী ২ আগস্ট চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ‘কুলি’র ট্রেলারটি প্রকাশ করা হবে। সেই অনুষ্ঠানে ছবির প্রধান অভিনেতা, ‘থালাইভা’ রজনীকান্ত নিজে উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন।

লোকেশ কানাগরাজের লেখা ও পরিচালনায় ‘কুলি’ সিনেমাটি মূলত একজন বয়োজ্যেষ্ঠ সোনার চোরাকারবারিকে ঘিরে নির্মিত, যিনি নিজের পুরনো গ্যাংকে আবার একত্র করে এক বৃহৎ সোনা চোরাচালান সাম্রাজ্যকে চ্যালেঞ্জ জানান। এই তারকাখচিত সিনেমাটিতে রজনীকান্ত, আমির খান ও নাগার্জুনার পাশাপাশি আরও দেখা যাবে শ্রুতি হাসান, সত্যরাজসহ অনেককেই। এ ছাড়াও, ছবিতে একটি আইটেম গানে নাচতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়েকে।

সব মিলিয়ে, ‘কুলি’ যে এই বছরের অন্যতম বড় এবং সফল সিনেমা হতে চলেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0