এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকে ‘রোশেশ’ চরিত্রে অভিনয় করে তিনি ভারতের ঘরে ঘরে পরিচিতি পেয়েছিলেন। কিন্তু সেই হাসিখুশি চেহারার আড়ালে লুকিয়ে ছিল এক কঠিন সংগ্রামের গল্প। জনপ্রিয় অভিনেতা রাজেশ কুমার সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, একটা সময় তিনি প্রায় দু কোটি টাকা ঋণে ডুবে গিয়েছিলেন এবং দেউলিয়া হয়ে গিয়েছিলেন। তবে সব বাধা পেরিয়ে, সদ্য মুক্তিপ্রাপ্ত সুপারহিট সিনেমা ‘সাইয়ারা’-তে অভিনয়ের মাধ্যমে তিনি আবারও আলোচনায় ফিরে এসেছেন।
ভারতীয় ম্যাগাজিন ‘মেরি সেহেলি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাজেশ কুমার বলেন, “আমি একটা সময় দেউলিয়া হয়ে গিয়েছিলাম। দু কোটি টাকা ঋণে ডুবে গিয়েছিলাম আমি। দেউলিয়া সত্যিই একটা বড় শব্দ, আমি সেই অবস্থার মধ্যেই গিয়েছিলাম।”
তিনি জানান, সেই সময় সংবাদমাধ্যমে খবর ছড়িয়েছিল, তিনি নাকি অভিনয় ছেড়ে গ্রামে ফিরে গিয়ে চাষবাস করছেন। কিন্তু রাজেশ বলেন, “ব্যাপারটা সত্যি হলো আমি কিন্তু হাল ছেড়ে দিইনি। আমার পরিবার এবং বন্ধুবান্ধব আমার ওপর বিশ্বাস রেখেছিলেন, তাই আমি আবার ফিরে আসতে পেরেছি।”
মোহিত সুরি পরিচালিত রোমান্টিক সিনেমা ‘সাইয়ারা’ বিশ্বজুড়ে ইতোমধ্যেই ৪৫০ কোটি রুপির ব্যবসা করেছে। এই ছবিতে নবাগতা অনীত পাড্ডার বাবার চরিত্রে অভিনয় করেছেন রাজেশ। তাঁর এই প্রত্যাবর্তন এবং সিনেমার সাফল্য প্রমাণ করে, প্রতিভার জোরে যেকোনো কঠিন পরিস্থিতি থেকেই ফিরে আসা সম্ভব।
‘সাইয়ারা’ ছাড়াও, রাজেশ কুমারকে সম্প্রতি ‘কোটা ফ্যাক্টরি’, ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’, ‘হাড্ডি’-র মতো একাধিক জনপ্রিয় প্রজেক্টেও দেখা গেছে। তাঁর এই ঘুরে দাঁড়ানোর গল্প অনেককেই অনুপ্রেরণা জোগাচ্ছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0