বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

স্বামীর সঙ্গে ডিভোর্স হয়নি, তবে একসঙ্গেও থাকেন না রচনা

“ছেলের জন্য ডিভোর্সটা করিনি। কারণ আমি কখনো চাইনি যে আমার ছেলেকে এই ট্যাগটা দেওয়া হোক যে তার বাবা-মা ডিভোর্সড।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: একসময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে যিনি টলিউডের পর্দা কাঁপিয়েছেন, এখন তিনি ‘দিদি নম্বর ওয়ান’ হিসেবে কলকাতা ও বাংলাদেশের ঘরে ঘরে পরিচিত। তিনি জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। ক্যারিয়ার নিয়ে তিনি যতটা খোলামেলা, ব্যক্তিগত জীবন নিয়ে ঠিক ততটাই অন্তরালে থাকতে ভালোবাসেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তাঁর বৈবাহিক সম্পর্ক নিয়ে এক চাঞ্চল্যকর এবং অকপট স্বীকারোক্তি দিয়েছেন। রচনা জানিয়েছেন, তিনি এখনও বিবাহিত, স্বামীর সঙ্গে তাঁর ডিভোর্স হয়নি, তবে তাঁরা একসঙ্গে থাকেন না।

রচনা ব্যানার্জি বলেন, “আমি ম্যারেড। আই অ্যাম নট হ্যাপিলি ম্যারেড। আই অ্যাম নট ডিভোর্সড।” (অর্থাৎ, আমি বিবাহিত, তবে সুখী বিবাহিত নই এবং আমার বিবাহবিচ্ছেদও হয়নি)।

এর কারণ হিসেবে তিনি তাঁদের একমাত্র সন্তানের কথা উল্লেখ করেন। রচনা বলেন, “ছেলের জন্য ডিভোর্সটা করিনি। কারণ আমি কখনো চাইনি যে আমার ছেলেকে এই ট্যাগটা দেওয়া হোক যে তার বাবা-মা ডিভোর্সড। এটা আমার এবং আমার স্বামীর মিলিত সিদ্ধান্ত।”

রচনা জানান, তাঁরা এখন আর স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে না থাকলেও, তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। তিনি বলেন, “আমরা বন্ধু হিসেবেই থাকব। তাই আমরা ডিভোর্সড নই।”

‘জীবনে কোনো পুরুষের প্রয়োজন নেই’: ব্যক্তিগত জীবন নিয়ে তিনি আরও একটি সাহসী মন্তব্য করেন। রচনা বলেন, “আমার জীবনে কোনো পুরুষের প্রয়োজন নেই। অন্য কারো সঙ্গে সেটল করতে চাই না।”

উল্লেখ্য, রচনা ব্যানার্জি নব্বইয়ের দশকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ৩৫টি সিনেমায় অভিনয় করে টলিউডের শীর্ষ নায়িকা হিসেবে খ্যাতি অর্জন করেন। এ ছাড়াও তিনি অমিতাভ বচ্চন এবং দক্ষিণের সুপারস্টার চিরঞ্জীবের সঙ্গেও অভিনয় করেছেন। তাঁর এই খোলামেলা স্বীকারোক্তি ব্যক্তিগত সম্পর্কের এক নতুন এবং পরিণত দিককে তুলে ধরেছে, যা তাঁর ভক্তদের কাছে প্রশংসিত হচ্ছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0