এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: নতুন অতিথি আগমনের আনন্দের মাঝেই এলো এক চিন্তার খবর। জনপ্রিয় বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর সঙ্গে ছিলেন স্বামী সিদ্ধার্থ মালহোত্রা এবং তাঁর শাশুড়ি। এসময় সিদ্ধার্থের মুখে ছিল গভীর চিন্তার ছাপ, যা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তবে দুই পরিবারের উপস্থিতিতে অনেকেই ধারণা করছেন, হয়তো নতুন অতিথি আসার সময় আসন্ন।
হাসপাতালে তারকা দম্পতি ও পরিবার: ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কিয়ারাকে একটি ঢিলেঢালা হলুদ শার্ট পরা অবস্থায় হাসপাতালে প্রবেশ করতে দেখা যায়। মা হওয়ার সময় ঘনিয়ে আসায় তাঁর মা-ও মেয়ের কাছে ছুটে এসেছেন এবং হাসপাতালের বাইরে অপেক্ষা করতে দেখা গেছে কিয়ারার বাবাকেও। দুই পরিবারের এমন উদ্বিগ্ন উপস্থিতি দেখে, কিয়ারার স্বাস্থ্য নিয়ে জল্পনা বাড়ার পাশাপাশি, ভক্তরা তাঁদের প্রথম সন্তানের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
গোপনীয়তা রক্ষার চেষ্টা: ২০২৩ সালে বিয়ের পর থেকেই কিয়ারা ও সিদ্ধার্থ তাঁদের ব্যক্তিগত জীবনকে অনেকটাই লোকচক্ষুর আড়ালে রেখেছেন। গেল মার্চে মা হতে চলার খবর জানানোর পর থেকে কিয়ারা জনসমক্ষে চলাফেরার সময় প্রায়ই ছাতা ব্যবহার করে মুখ আড়াল করেছেন। সেই ধারা বজায় রাখলেন হাসপাতালেও। সম্প্রতি হাসপাতালে ভর্তি হওয়ার সময়ও তিনি ছাতা দিয়ে মুখ ঢেকে প্রবেশ করেন, ফলে তাঁর মুখ দেখা যায়নি। তারকাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা নিয়ে তাঁদের এই প্রচেষ্টা আবারও আলোচনায় এসেছে।
এর আগে করণ জোহরের কফি আড্ডাতেই তাঁদের প্রেমের খবর একপ্রকার প্রকাশ্যে আসে। কয়েক বছর প্রেম করার পর তাঁরা ধুমধাম করে বিয়ে সারেন। কিছুদিন আগেই কিয়ারা তাঁর বেবিমুনের সুন্দর ছবি শেয়ার করে ভক্তদের মন ভরিয়ে দিয়েছিলেন। আর তার পরপরই হাসপাতালে ভর্তির খবরে ভক্তরা তাঁদের প্রিয় জুটির জন্য শুভকামনা জানাচ্ছেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0