মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

১২ টা বিয়ে করার ইচ্ছা পরীমণির

“শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না। আমি নিজেই বিশ্বাস করি না। আমার সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো।”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: অভিনেত্রী পরীমণি মানেই যেন আলোচনা-সমালোচনা। অভিনয় জীবনের পাশাপাশি, তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে এসে, তিনি আবারও তাঁর প্রেম, বিয়ে এবং সম্পর্ক নিয়ে এমন কিছু অকপট এবং মজাদার মন্তব্য করেছেন, যা সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে।

অনুষ্ঠানে সঞ্চালক রুম্মান রশীদ খান তাঁকে সরাসরি প্রশ্ন করেন, “এই মুহূর্তে তুমি কি সিঙ্গেল?” উত্তরে পরীমণি বলেন, “না।” কিন্তু পরক্ষণেই, কারও সঙ্গে সম্পর্কে আছেন কি না, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “জানি না।”

তিনি আরও যোগ করেন, “শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না। আমি নিজেই বিশ্বাস করি না। আমার সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো।”

শরিফুল রাজের সঙ্গে বিয়ের আগে তাঁর আরও বিয়ের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে, পরীমণি মজা করে বলেন, “জানি না। ওরা মনে হয় সৎস্বামী। (হেসে) যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।”

এরপরই তিনি তাঁর এক পুরনো ইচ্ছার কথা জানিয়ে বলেন, “আমার না আসলে ১২টা বিয়ে করার ইচ্ছা আছে। ছোটবেলা থেকে আমি মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব।”

রাজকে বিয়ে করা কি ভুল ছিল? শরিফুল রাজের সঙ্গে তাঁর বিচ্ছেদ হলেও, সেই সম্পর্কটাকে তিনি ভুল হিসেবে দেখেন না। তিনি বলেন, “না। আমার জীবনে কিছুই ভুল না। সবকিছুই একটা অভিজ্ঞতা।”

পরীমণির এই সাহসী এবং খোলামেলা সাক্ষাৎকার আবারও প্রমাণ করল, কেন তিনি ঢাকাই সিনেমার অন্যতম চর্চিত নায়িকা।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0