এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: প্রকাশ্য মঞ্চে সহ-অভিনেত্রীর শরীরে আপত্তিকর স্পর্শ করার অভিযোগ উঠেছে ভোজপুরি সিনেমার সুপারস্টার পবন সিংয়ের বিরুদ্ধে। হরিয়ানার জনপ্রিয় অভিনেত্রী অঞ্জলি রাঘব অভিযোগ করেছেন, সম্প্রতি একটি গানের প্রচার অনুষ্ঠানে পবন সিং অকারণে তাঁর কোমরে হাত দেন। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর, অঞ্জলি এক ভিডিও বার্তায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে ভোজপুরি ইন্ডাস্ট্রিতে আর কাজ না করারও ঘোষণা দিয়েছেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি গানের প্রচার অনুষ্ঠানে অঞ্জলি রাঘব এবং পবন সিং মঞ্চে উপস্থিত ছিলেন। হঠাৎই পবন সিং অঞ্জলির কোমরে হাত রাখেন। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অঞ্জলি।
ভিডিও বার্তায় অঞ্জলি জানান, অনেকেই তাঁকে প্রশ্ন করছেন, কেন তিনি সঙ্গে সঙ্গে পবনকে চড় মারেননি বা প্রতিবাদ করেননি। তিনি বলেন, “আমি কি আনন্দ পাব যদি কেউ প্রকাশ্যে আমার অনুমতি ছাড়া ছুঁয়ে দেয়? একেবারেই এমনটা নয়।”
তিনি ব্যাখ্যা করে বলেন, “প্রথমে আমি ভেবেছিলাম শাড়িতে কিছু একটা আটকে আছে বা ব্লাউজের ট্যাগ দেখা যাচ্ছে। তাই হেসে বিষয়টি এড়িয়ে যাই।” কিন্তু পরে তিনি বুঝতে পারেন, বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত ছিল। তিনি বলেন, “কোনও মেয়েকে তার অনুমতি ছাড়া ছোঁয়া প্রথম থেকেই ভুল। এভাবে ছোঁয়া আরও বেশি ভুল।”
অঞ্জলি আরও জানান, তাঁকে অনেকেই এই বিষয়ে চুপ থাকার পরামর্শ দিয়েছিলেন, কারণ পবন সিংয়ের শক্তিশালী পিআর টিম পুরো বিষয়টিকে উল্টে দিতে পারে। কিন্তু সব ভয় উপেক্ষা করে, তিনি নিজের সম্মান রক্ষার্থেই মুখ খুলেছেন।
তিনি চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে বলেন, “আমি আর ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কাজ করব না। আমি আমার পরিবার ও হরিয়ানার কাজ নিয়েই খুশি।” এই ঘটনা আরও একবার বিনোদন জগতে নারী শিল্পীদের নিরাপত্তা এবং সম্মান নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0