এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: চলতি বছরের ফেব্রুয়ারিতেই ধুমধাম করে বিয়ে করেছিলেন পাকিস্তানের জনপ্রিয় মডেল দম্পতি সাওবান উমাইস এবং আবির আসাদ খান। কিন্তু বিয়ের মাত্র সাত মাসের মাথাতেই সেই আলোচিত দাম্পত্য জীবনের ইতি ঘটতে চলেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সাওবান উমাইস নিজেই তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছেন, তাঁদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে এবং এই সিদ্ধান্ত চূড়ান্ত।
ইনস্টাগ্রাম স্টোরিতে সাওবান লেখেন, তাঁদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে এবং এই সিদ্ধান্ত চূড়ান্ত। আবিরের উদ্দেশে তিনি আরও লেখেন, “তাকে আমি কেবল শুভকামনাই জানাই”।
চলতি বছরের ১ ফেব্রুয়ারি, ঘনিষ্ঠ বন্ধু এবং স্বজনদের উপস্থিতিতে সাওবান ও আবিরের বিয়ে অনুষ্ঠিত হয়েছিল। তাঁদের বিয়ের ছবিগুলো সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল। ছবিতে কনে আবিরকে সোনালি-গোলাপি রঙের পোশাকে এবং বর সাওবানকে আইভরি রঙের শেরওয়ানিতে দেখা গিয়েছিল।
সেই সময় অভিনেত্রী আয়েজা খান, মডেল সাদাফ কানওয়ালের মতো শীর্ষ তারকারা তাঁদেরকে অভিনন্দন জানিয়েছিলেন।
সাত মাস আগে যে বিয়েকে ঘিরে এত আনন্দ এবং উৎসব ছিল, এত অল্প সময়েই তার এমন করুণ পরিণতিতে হতবাক এবং ব্যথিত তাঁদের অগণিত অনুরাগী। বিচ্ছেদের কারণ নিয়ে তাঁরা কেউই মুখ না খুললেও, তাঁদের এই সিদ্ধান্ত এখন পাকিস্তানের বিনোদন জগতের অন্যতম চর্চিত বিষয়।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0