শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

একের পর এক ফ্লপ, এবার কী করবেন টাইগার শ্রফ?

২০১৬ সালে মুক্তি পাওয়া প্রথম ‘বাঘি’ এবং ২০১৮ সালের ‘বাঘি ২’ বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। কিন্তু করোনা মহামারীর সময় মুক্তি পাওয়া ‘বাঘি ৩’ এবং এবারের ‘বাঘি ৪’— দুটিই দর্শকদের হতাশ করেছে।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ‘বাঘি’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে। কিন্তু মুক্তির পর, বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে টাইগার শ্রফ ও সঞ্জয় দত্ত অভিনীত ‘বাঘি ৪’। প্রথম সপ্তাহান্তে ৩০ কোটি রুপির বেশি আয় করলেও, ছবিটি আশানুরূপ সাফল্য পায়নি। আর এই সিনেমার ব্যর্থতার আলোচনার মধ্যেই, এবার নিজের একটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে দিলেন অভিনেতা টাইগার শ্রফ।

রিয়েল এস্টেট নথি অনুযায়ী, টাইগার শ্রফ মুম্বাইয়ের খার এলাকার প্রিমিয়াম আবাসিক প্রকল্প ‘রুস্তমজি প্যারামাউন্ট’-এর ২২ তলায় অবস্থিত তাঁর ফ্ল্যাটটি ১৫.৬ কোটি রুপিতে বিক্রি করেছেন। প্রায় দুই হাজার বর্গফুটের এই অ্যাপার্টমেন্টটি তিনি ২০১৮ সালে কিনেছিলেন ১১.৬২ কোটি রুপিতে। অর্থাৎ, এই লেনদেনে তিনি প্রায় ৪ কোটি রুপি (৩১ শতাংশ) লাভ করেছেন।

২০১৬ সালে মুক্তি পাওয়া প্রথম ‘বাঘি’ এবং ২০১৮ সালের ‘বাঘি ২’ বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। কিন্তু করোনা মহামারীর সময় মুক্তি পাওয়া ‘বাঘি ৩’ এবং এবারের ‘বাঘি ৪’— দুটিই দর্শকদের হতাশ করেছে। ৫ সেপ্টেম্বর মুক্তি পাওয়া এই ছবিটি বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস’ এবং হলিউডের ‘দ্য কনজিওরিং: লাস্ট রাইটস’-এর মতো সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় নেমে সুবিধা করতে পারেনি।

‘বাঘি ৪’-এর ব্যর্থতা সত্ত্বেও, টাইগারের হাতে রয়েছে আরও দুটি বড় বাজেটের সিনেমা। তাঁকে খুব শীঘ্রই মুরাদ খেতানি প্রযোজিত একটি হাই-কনসেপ্ট অ্যাকশন ফিল্ম এবং করণ জোহর প্রযোজিত ও রাজ মেহতা পরিচালিত ‘লগ যা গলে’-তে দেখা যাবে।

যদিও ফ্ল্যাট বিক্রির সঙ্গে সিনেমার ব্যর্থতার কোনো সরাসরি যোগসূত্র আছে কি না, তা জানা যায়নি, তবে এই দুই ঘটনা একসঙ্গে ঘটায় বলিউডজুড়ে নানা জল্পনা শুরু হয়েছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0