শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

এবার সিনেমায় ‘মির্জাপুর’, শুরু হলো শুটিং

তবে এই সুখবরের সঙ্গেই রয়েছে এক বিরাট চমক এবং বিতর্ক। শোনা যাচ্ছে, সিরিজের অন্যতম জনপ্রিয় চরিত্র, বাবলু পণ্ডিতের ভূমিকায় আর দেখা যাবে না জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা বিক্রান্ত ম্যাসিকে।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ‘মির্জাপুর’— ওয়েব সিরিজের জগতে যে নামটি একাই একশো। এবার সেই উত্তেজনা আর অ্যাকশন ওটিটির পর্দা ছেড়ে আসছে সরাসরি সিনেমার বড় পর্দায়। জানা গেছে, ‘মির্জাপুর’-এর গল্পের উপর ভিত্তি করেই একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা তৈরি হচ্ছে। তবে এই সুখবরের সঙ্গেই রয়েছে এক বিরাট চমক এবং বিতর্ক। শোনা যাচ্ছে, সিরিজের অন্যতম জনপ্রিয় চরিত্র, বাবলু পণ্ডিতের ভূমিকায় আর দেখা যাবে না জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা বিক্রান্ত ম্যাসিকে। তাঁর পরিবর্তে, এই চরিত্রে অভিনয় করতে চলেছেন ‘পঞ্চায়েত’ খ্যাত অভিনেতা জিতেন্দ্র কুমার!

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গুরগাঁও ফিল্মসিটিতে ইতোমধ্যেই সিনেমাটির শুটিং শুরু হয়ে গেছে এবং খুব শিগগিরই জিতেন্দ্র কুমার শুটিংয়ে যোগ দেবেন।

বিক্রান্তের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘মির্জাপুর’-এর প্রথম সিজনের শেষেই বাবলু পণ্ডিতের চরিত্রটির মৃত্যু হয়। যেহেতু মূল গল্পে চরিত্রটি মৃত, তাই বিক্রান্ত হয়তো নতুন করে এই চরিত্রে আর ফিরতে আগ্রহী নন। নির্মাতারা সম্ভবত গল্পের প্রয়োজনে চরিত্রটিকে নতুন আঙ্গিকে বা প্রিক্যুয়েল হিসেবে ফেরাচ্ছেন, আর তার জন্যই বেছে নেওয়া হয়েছে নতুন মুখ।

জানা গেছে, সিরিজের প্রযোজক ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানি বিক্রান্তের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন।

‘মির্জাপুর’-এর এই সিনেমা সংস্করণটি ২০২৫ সালে মুক্তি পাওয়ার সম্ভাবনা কম। সম্ভবত, ২০২৬ সালের শুরুর দিকেই এটি প্রেক্ষাগৃহে আসবে।

‘পঞ্চায়েত’-এর সচিবজি থেকে ‘কোটা ফ্যাক্টরি’র জিতু ভাইয়া— জিতেন্দ্র কুমার এখন ওটিটির অন্যতম সেরা তারকা। এখন দেখার বিষয়, ‘মির্জাপুর’-এর বাবলু পণ্ডিত হিসেবে তিনি দর্শকদের মন কতটা জয় করতে পারেন।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0