এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বলিউডে কসমেটিক সার্জারি, ফিলার্স বা বোটক্সের ব্যবহার এখন আর কোনো গোপন বিষয় নয়। তবে এই নিয়ে প্রায়শই তারকাদের কটাক্ষের শিকার হতে হয়। সম্প্রতি এই বিষয়েই নিজের খোলামেলা এবং পরিণত মতামত জানালেন জনপ্রিয় অভিনেত্রী কাজল। তিনি বলেন, নিজের চেহারায় পরিবর্তন আনাটা একেবারেই এক ব্যক্তিগত বিষয় এবং শুধু মহিলারাই নন, পুরুষরাও সার্জারির সাহায্য নেন, যা নিয়ে তেমন আলোচনা হয় না।
সম্প্রতি তাঁর নতুন সিনেমা ‘সারজামিন’-এর প্রচারণার সময় এক সাক্ষাৎকারে কাজলকে এই বিষয়ে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বলেন, “আমার মনে হয় এটা যার যার নিজস্ব বিষয়। যে যেভাবে নিজেকে দেখতে ভালোবাসেন ও এই বিষয়ে আত্মবিশ্বাসী, তারা চেহারায় নানা পরিবর্তন আনতেই পারেন।”
তিনি আরও যোগ করেন, “শুধু মহিলারাই নন, পুরুষরাও কিন্তু সার্জারির আশ্রয় নিয়ে নিজের চেহারা বদলান অনেক সময়। তবে তা সেভাবে আলোচনায় আনা হয় না।” তাঁর মতে, এটি এখন খুব সাধারণ একটি বিষয় এবং তা নিয়ে নেতিবাচক আলোচনা করাটা অর্থহীন।
বয়স বাড়া নিয়েও নিজের ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন কাজল। তিনি বলেন, “আমার মনে হয় বয়স হওয়া নিয়ে এত ভাবনার কিছু নেই। প্রকৃতির নিয়মে বয়স বাড়বেই, এটিকে স্বাভাবিকভাবেই নিতে হবে। জীবনের সমস্ত বয়সকে উপভোগ করতে জানতে হয়।” তিনি আরও বলেন, “যারা কম বয়সে প্রয়াত হয়েছে, তারা যে জীবনটাকে আরও বেশিদিন দেখতে পেলেন না, এটা আমাকে কষ্টই দেয়।”
উল্লেখ্য, কায়োজ ইরানি পরিচালিত ‘সারজামিন’ সিনেমায় কাজলের সঙ্গে আরও অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন এবং এই ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক হয়েছে সাইফ-পুত্র ইব্রাহিম আলি খানের।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0