এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: প্রায় দুই বছরের দীর্ঘ বিরতি শেষে আবারও ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ভিকি জাহেদ পরিচালিত সামাজিক থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ ‘আকা’ দিয়ে হতে চলেছে তাঁর এই বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন। গতকাল, সোমবার (২৫ আগস্ট) বিকেলে রাজধানীর একটি মিলনায়তনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সিরিজটির ট্রেইলার মুক্তি দেওয়া হয়েছে, যা প্রকাশের সঙ্গে সঙ্গেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
দুই মিনিটের ট্রেলারটি শুরু হয় এক নারী কণ্ঠের ভয়েস ওভার দিয়ে: “সময়টা ১৯৯৮ কি ’৯৯। আকা একে একে সব অপরাধীদের খুন করছিল। কিন্তু হঠাৎ কী হলো জানি না, আকা হুট করে গায়েব হয়ে যায়।”— এই একটি সংলাপেই সিরিজটি নিয়ে রহস্য ঘনীভূত হয়। ট্রেইলারে নিশোকে লম্বা চুলের এক ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে দেখা গেছে, যা তাঁর ভক্তদের জন্য এক বড় চমক।
এরপর দেখা যায়, আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তির স্বপ্ন রকস্টার হওয়ার। কিন্তু স্বপ্নপূরণের পথে কারও সহায়তা সে পায় না। আকার পরিবারের লোকজনও মনে করে, স্বপ্ন দেখার বয়স সে ফেলে এসেছে। রিয়েলিটি শোতে অডিশন দিয়েও অপমানের শিকার হতে হয়। অপমানে আর অবহেলায় একসময় হিংস্র হয়ে ওঠে আকা। এরপর একের পর খুন করতে থাকে সে। একদিন সে নিখোঁজ হয়ে যায়। কী কারণে সে খুনি হয়ে উঠল, সেটা সবার অজানাই রয়ে যায়। অনেক বছর পর আবারও একই স্টাইলে শহরে খুন হতে থাকে। তাহলে কি আবুল কালাম আজাদ ওরফে আকা ফিরে এল? তাকে হন্যে হয়ে খুঁজতে থাকে পুলিশ।
অনুষ্ঠানে আফরান নিশো বলেন, “আমি সব সময় ভালো কাজ, ভালো প্রোডাকশনের সাথে থাকতে চাই। সেটা যেকোনো মাধ্যমেই হতে পারে। আমার জন্য গল্পটা ফ্যাক্ট। আর সেই সাথে পরিচালক হিসেবে ভিকি থাকলে তো কোনো কথাই নেই।”
এই সিরিজের মাধ্যমেই ওটিটিতে অভিষেক হচ্ছে জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার। তিনি বলেন, “ভিকি ভাইয়ের কাজের আমি ভীষণ ভক্ত। ‘আকা’ দুর্দান্ত একটা কাজ হয়েছে। আশা করছি, ট্রেলারটা দর্শক পছন্দ করবেন।”
পরিচালক ভিকি জাহেদ বলেন, “আমি এর আগে অনেক থ্রিলার নির্মাণ করেছি, কিন্তু এই প্রথম একটা সোশ্যাল থ্রিলার নির্মাণ করলাম। ‘আকা’র মাধ্যমে আমি আসলে দর্শকদের সঙ্গে একধরনের নিরীক্ষা করেছি।”
হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান জানান, সিরিজটি দর্শকদের শুধু বিনোদনই দেবে না, চিন্তার খোরাকও জোগাবে। নিশো, নাবিলা ছাড়াও আকা সিরিজে আরও অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, জয়ন্ত চট্টোপাধ্যায়, আজিজুল হাকিম, এ কে আজাদ সেতু, তাজজি হাসান, শ্যামন্তি সৌমি প্রমুখ। আগামী ৪ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে সিরিজটি।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0