এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার ধারণ করা হয়েছে নদীবিধৌত দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনে। ব্রিটিশ আমলে নির্মিত শতবর্ষী ট্যাফনাল ব্যারেট স্কুলের সামনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় অর্ধলক্ষ মানুষের সমাগম ঘটে, যা ভোলার ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘ইত্যাদি’র এই নতুন পর্বটি প্রচারিত হবে আগামী ২৯ আগস্ট, শুক্রবার, রাত ৮টার বাংলা সংবাদের পর, বাংলাদেশ টেলিভিশনে।
‘ইত্যাদি’র এবারের পর্বের অন্যতম প্রধান আকর্ষণ হলো ভোলার কৃতি সন্তান, এভারেস্টজয়ী এম এ মুহিতের সাক্ষাৎকার। তিনি জানাবেন, কেন তিনি দ্বিতীয়বার এভারেস্ট জয় করার সময় নিশাত মজুমদারের সঙ্গে মিলে ‘ইত্যাদি’ লেখা একটি ব্যানার পর্বতের চূড়ায় নিয়ে গিয়েছিলেন।
এবারের পর্বে থাকছে ভোলা জেলার ইতিহাস, ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের স্মৃতি, মহিষকেন্দ্রিক ব্যবসা এবং জেলেদের করুণ জীবনযাত্রা নিয়ে তথ্যবহুল প্রতিবেদন। ভোলাকে নিয়ে একটি পরিচিতিমূলক গানে কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা এবং নৃত্যে অংশ নিয়েছেন শতাধিক স্থানীয় শিল্পী।
এই পর্বে আরও থাকছেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী ও আঁখি আলমগীর। দর্শক পর্বে অতিথি হিসেবে অংশ নিয়েছেন ভোলার আরেক কৃতি সন্তান, জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব।
এ ছাড়াও, ‘ইত্যাদি’র নিয়মিত পর্বে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা, সন্তানের মোবাইল আসক্তি, সিনেমার প্রচারণাসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে নাট্যাংশ, যেখানে অভিনয় করেছেন দিলারা জামান, সোলায়মান খোকাসহ আরও অনেকে।
সব মিলিয়ে, ‘ইত্যাদি’র এই পর্বটি হতে চলেছে বিনোদন, তথ্য এবং ভোলার ঐতিহ্য ও সংস্কৃতির এক অনবদ্য মেলবন্ধন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0