বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

ময়না’তে মাতোয়ারা নেটিজেনরা

বুবলীর গ্ল্যামার মন ছুঁয়েছে দর্শকদের। ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে প্রশংসা ভেসে যাচ্ছে বুবলী-শরাফ জুটির পারফর্ম।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: এই প্রথম মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। জনপ্রিয় সংগীতশিল্পী কোনালের গাওয়া গান ‘ময়না’য় মডেল হয়েছেন তিনি। 

গত সপ্তাহে সেই গানটি ইউটিউবে মুক্তি পেয়েছে। আর মুক্তির ১০ দিনের মাথায় ‘ময়না’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। 

এর আগে বেশ কয়েক সপ্তাহ ধরে বলিউডের আলোচিত সিনেমা ‘সাইয়ারা’-র গান ইউটিউব মিউজিক ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল। এবার তাকে টপকে শীর্ষ স্থান দখল করে নিয়েছে বুবলীর ‘ময়না’। দর্শকরা গানটিকে লুফে নিয়েছেন।

এদিকে বুবলীর সঙ্গে জুটি হিসাবে ছিলেন মডেল শরাফ আহমেদ জীবন। তাদের উপস্থিতি গানটিকে ভিন্নমাত্রা দিয়েছে বলে মনে করছেন দর্শকরা। বিশেষ করে বুবলীর গ্ল্যামার মন ছুঁয়েছে দর্শকদের। ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে প্রশংসা ভেসে যাচ্ছে বুবলী-শরাফ জুটির পারফর্ম।

‘ময়না’ গানটি মুক্তির পর থেকেই ফেসবুক, ইনস্টাগ্রাম রিলস, টিকটক ও ইউটিউবে ব্যাপক সাড়া পাচ্ছে। শুধু ইউটিউবেই গানটির ভিউ এক মিলিয়ন ছাড়িয়ে গেছে। আর মন্তব্য পড়েছে তিন হাজারেরও বেশি। সেখানে নেটিজেনরা গানটির সিনেম্যাটিক ধাঁচ, সুর ও ভিডিও নির্মাণের প্রশংসা করেছেন।

এ গানটি রচনা করেছেন আসিফ ইকবাল, সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন। ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। কোনালের সঙ্গে গানটির একাংশে কণ্ঠ দিয়েছেন নিলয়। 

এ বিষয়ে দর্শকদের ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে শবনম বুবলী বলেন, এ কাজটি আমার জন্য নতুন অভিজ্ঞতা। ভালো লাগছে গানটি দর্শক পছন্দ করায়।

এদিকে গানটির সাফল্যে উচ্ছ্বসিত সংগীতশিল্পী কোনাল বলেন, দর্শক-শ্রোতারা গানটিকে আপন করে নিয়েছেন। এটা আমাদের টিমের সবার পরিশ্রমের সার্থকতা।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0