এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: জুলাই বিপ্লবের সময় যিনি ছিলেন অন্যতম সরব কণ্ঠস্বর, সেই জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন পট পরিবর্তনের পর অনেকটা নীরব হয়ে গিয়েছিলেন। তবে সম্প্রতি আড়াল ভেঙে আবারও সামাজিক মাধ্যমে সক্রিয় হয়েছেন তিনি এবং বিভিন্ন ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরছেন। গতকাল (রোববার) নিজের একটি ‘নো মেকআপ লুক’-এর ছবি শেয়ার করে তিনি এক দীর্ঘ ও আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন, যেখানে নিজের জীবনের সংগ্রাম, দর্শন এবং ব্যক্তিগত ট্রমার কথা অকপটে তুলে ধরেছেন।
স্বাধীনতা বনাম ক্ষমতা: বাঁধন তাঁর পোস্টে লিখেছেন, জীবনের সবচেয়ে বড় অর্জন কোনো খ্যাতি বা সাফল্য নয়, বরং নিজের মতো করে বাঁচা এবং সৎভাবে কথা বলার ক্ষমতা। তিনি বলেন, “জীবনে এমন অনেক সময় এসেছে, যখন আমাকে এমন সুযোগ দেওয়া হয়েছিল, যা আমাকে আরও ক্ষমতা, সামাজিক গ্রহণযোগ্যতা, স্থিতিশীলতা দিতে পারত। কিন্তু আমি বেছে নিয়েছিলাম স্বাধীনতাকে। আর একবার আপনি যখন সত্যিকারের স্বাধীনতার স্বাদ নেন... তখন আর ফেরা সম্ভব হয় না।”
সমালোচকদের প্রতি বার্তা: কেন কিছু মানুষ তাঁকে অপছন্দ করেন, তারও একটি ব্যাখ্যা দিয়েছেন বাঁধন। তাঁর মতে, “হয়তো তাদের আসল অস্বস্তি আমার কথায় বা কাজে নয়, বরং এ ব্যাপারে যে আমি কাউকে আমাকে নিয়ন্ত্রণ করতে দিই না।”
তবে এই সমালোচনার মুখে তিনি যে আরও শক্তিশালী হন, সে কথাও জানিয়েছেন। তাঁর ভাষায়, “এই সমস্ত বিশৃঙ্খলার মধ্য দিয়ে আমার ভেতরে একটা জিনিস তৈরি হয়েছে: কেউ আমাকে ভাঙতে চাইলে, আমি আরও শক্ত হয়ে যাই — কংক্রিটের মতো।”
ট্রমা নিয়ে স্বীকারোক্তি: তবে এই শক্তিশালী সত্তার আড়ালে লুকিয়ে থাকা যন্ত্রণার কথাও স্বীকার করেছেন বাঁধন। তিনি লিখেছেন, “আমি অনেক ট্রমা বয়ে বেড়াই। আমি জানি পিটিএসডি কাকে বলে। ছোট্ট কোনো কিছুই মাঝে মাঝে সেটা ট্রিগার করে দেয়। এটাও আমারই অংশ। এমন এক অবাঞ্ছিত সঙ্গী, যাকে আমি চাইনি, কিন্তু যার সঙ্গে বাঁচতে শিখেছি।”
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0