এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: তিনি একদিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত একজন গুণী অভিনেতা, অন্যদিকে সাধারণ মানুষের কাছে তিনি ‘গরিবের ডাক্তার’। এই দুটি পরিচয়কেই সমান মহিমায় ধারণ করে চলেছেন ডা. এজাজুল ইসলাম। সম্প্রতি তিনি আবারও আলোচনায় এসেছেন তাঁর চিকিৎসার ফি বা ভিজিট নিয়ে। যখন তাঁর জুনিয়র চিকিৎসকরাও এর চেয়ে বেশি ফি নেন, তখনও তিনি তাঁর ভিজিট রেখেছেন মাত্র ৩০০ টাকা। এবং তিনি জানিয়েছেন, আজীবন এই নীতিতেই তিনি অটল থাকবেন।
‘টাকার পেছনে ছোটা মানসিক ব্যাধি’ ডা. এজাজ জানান, অনেকেই তাঁকে প্রশ্ন করেন, কেন তিনি তাঁর ভিজিট বাড়ান না। তিনি বলেন, “এমনকি আমার স্টাফরাও বলেন, আমার জুনিয়ররাও বেশি ফি নেয়, আর আমি বিশেষজ্ঞ হয়েও ৩০০ টাকা নিচ্ছি। এতে আমার মানহানি হবে, এমন কথাও শুনি। কিন্তু এসব আমি কানে নেই না। আমৃত্যু আমার ভিজিট ৩০০ টাকাই থাকবে।”
কেন এই সিদ্ধান্ত? এর উত্তরেই লুকিয়ে আছে তাঁর জীবনদর্শন। তাঁর মতে, “অপ্রয়োজনীয়ভাবে টাকার পেছনে ছোটা একটা মানসিক ব্যাধি। আমি খেতে পারছি, সন্তানদের পড়াশোনা চালাতে পারছি, আল্লাহর রহমতে আমি ভালোই আছি। এর বেশি টাকার দরকারই বা কী?”
‘গরিবের ডাক্তার’ উপাধি ও ছবি তোলা বন্ধ: ‘গরিবের ডাক্তার’ উপাধিটি শুনতে তাঁর কেমন লাগে? এই প্রশ্নের জবাবে তিনি এক পুরোনো সাক্ষাৎকারে বলেছিলেন, “অনেক ভালো লাগে। অনেক তৃপ্তিও দেয়।” তবে এই প্রচারণার একটি বিড়ম্বনার কথাও তিনি তুলে ধরেন। তিনি বলেন, “অনেকেই ভাবেন- এই লোকটি নিজেই কাজটি করাচ্ছে কিনা? আমার চেম্বারে এখন ছবি তোলা বন্ধ করে দিয়েছি। আগে অনেকেই ছবি তুলতো, পরে দেখতাম অনেক কথা লিখে ফেসবুকে পোস্ট দিয়ে দিছে।” মানুষের ভুল ধারণা এড়াতে এবং প্রচারবিমুখ থাকতেই তিনি তাঁর চেম্বারে ছবি তোলা বন্ধ করার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।
অভিনয় ও চিকিৎসা সমান তালে: চিকিৎসার পাশাপাশি অভিনয়ও সমান তালে চালিয়ে যাচ্ছেন ডা. এজাজ। বর্তমানে তিনি ‘দেনা-পাওনা’ নামের একটি ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত আছেন। এ ছাড়াও কিছু খণ্ড নাটকেও নিয়মিত অভিনয় করছেন। অভিনয় এবং চিকিৎসা—দুই জগতেই মানুষের সেবা করে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0