এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তিনি তাঁর বাবাকে হারিয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার (৩০ জুলাই) ভোর ৪টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি নিজেই এই দুঃসংবাদটি নিশ্চিত করেছেন।
মিষ্টি জান্নাত তাঁর ফেসবুক পোস্টে খুব সংক্ষিপ্তভাবে লেখেন, “আমার বাবা আর নেই।” তাঁর এই একটি বাক্যেই যেন লুকিয়ে ছিল গভীর যন্ত্রণা এবং অসহায়ত্ব। এই বার্তাটি প্রকাশের সঙ্গে সঙ্গেই ইন্ডাস্ট্রির সহকর্মী এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা তাঁকে শোক ও সমবেদনা জানাতে শুরু করেন। জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর, মামনুন ইমনসহ অনেকেই শোক প্রকাশ করেছেন এবং অসংখ্য অনুরাগী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
এর আগে মিষ্টি জান্নাত জানিয়েছিলেন, তাঁর বাবা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। মঙ্গলবার (২৯ জুলাই) হঠাৎ করেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে, তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। তিনি অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি একজন পেশাদার দন্ত চিকিৎসক হিসেবেও পরিচিত। এই কঠিন সময়ে বিনোদন জগতের সহকর্মীরা এবং ভক্তরা তাঁর ও তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0