বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

‘মা একদম সুস্থ’, মৃত্যুর গুজবে ক্ষুব্ধ আশা ভোঁসলের ছেলে।

তিনি সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, “এই খবর একেবারেই ভুয়া। মা একদম সুস্থ আছেন।” পরিবারের পক্ষ থেকে এই ধরনের ভিত্তিহীন গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: দিন শুরু হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল এক হৃদয়বিদারক, কিন্তু পুরোপুরি মিথ্যা এক খবর। ভারতের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের একটি ছবিতে মালা পরিয়ে, সামনে ধূপকাঠি জ্বালিয়ে তাঁর মৃত্যুর গুজব রটানো হয়। এই ছবি ভাইরাল হতেই অগণিত ভক্ত ও শুভানুধ্যায়ী শোক প্রকাশ করতে শুরু করেন। তবে দুপুর গড়াতেই এই গুজবের অবসান ঘটায় তাঁর পরিবার। জানানো হয়, ৯২ বছর বয়সেও সম্পূর্ণ সুস্থ এবং সক্রিয় রয়েছেন এই জীবন্ত কিংবদন্তি।

যেভাবে ছড়ালো গুজব, পরিবারের ক্ষোভ: শাবানা শেখ নামের এক ফেসবুক ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে প্রথম এই গুজবটি ছড়ানো হয় বলে জানা গেছে। ছবিটি দ্রুত ছড়িয়ে পড়লে বিভ্রান্তি তৈরি হয় এবং অনেকেই ভোঁশলে পরিবারের সদস্যদের ফোন দিতে শুরু করেন। এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আশা ভোঁসলের ছেলে আনন্দ ভোঁশলে।

তিনি সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, “এই খবর একেবারেই ভুয়া। মা একদম সুস্থ আছেন।” পরিবারের পক্ষ থেকে এই ধরনের ভিত্তিহীন গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে।

গুজবকে ছাপিয়ে জীবন্ত কিংবদন্তি: সামাজিক মাধ্যম যখন তাঁর মৃত্যুর গুজবে সরগরম, তখন ৯২ বছর বয়সী আশা ভোঁসলে তাঁর কর্মময় জীবন নিয়েই ব্যস্ত। এর সবচেয়ে বড় প্রমাণ হলো, মাত্র ক’দিন আগেই, ২৭ জুন, তিনি প্রয়াত সংগীত পরিচালক ও স্বামী রাহুল দেববর্মণের (আর. ডি. বর্মন) ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এবং সেখানে গান গেয়েছেন।

প্রায় আট দশকের সংগীতজীবনে আশা ভোঁশলে ২০টি ভাষায় ১১ হাজারেরও বেশি গান গেয়েছেন, যা তাঁকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ স্থান করে দিয়েছে। বড় বোন লতা মঙ্গেশকরের হাত ধরে সংগীতে পা রাখলেও, তিনি নিজের স্বতন্ত্র গায়কী দিয়ে সংগীতাঙ্গনে এক আলাদা সাম্রাজ্য তৈরি করেছেন। শুধু সংগীতেই নয়, তিনি একজন সফল ব্যবসায়ীও। প্রায় ২০ বছর ধরে তিনি বিশ্বের বিভিন্ন দেশে তাঁর রেস্তোরাঁ চেইন পরিচালনা করছেন।

সব মিলিয়ে, ভিত্তিহীন এক গুজব হয়তো সাময়িক বিভ্রান্তি তৈরি করেছিল, কিন্তু তা ৯২ বছর বয়সী এই চিরসবুজ শিল্পীর বর্ণাঢ্য এবং সক্রিয় জীবনকে এতটুকুও ম্লান করতে পারেনি।

বাংলাফ্লো/এইচএম 


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0