শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

বড় পর্দায় মেহজাবীনের নতুন চমক ‘সাবা’

হঠাৎই মায়ের হার্ট অ্যাটাক হলে, অপারেশনের জন্য বিপুল অর্থের প্রয়োজন হয়, যা সাবাকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ‘প্রিয় মালতী’ দিয়ে বড় পর্দায় অভিষেক হলেও, জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা আসলে ‘সাবা’। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে এবং প্রশংসা কুড়িয়ে, অবশেষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে মাকসুদ হোসেন পরিচালিত এই সিনেমাটি। গতকাল, শনিবার (৬ সেপ্টেম্বর), মেহজাবীন নিজেই তাঁর সামাজিক মাধ্যমে এই সুখবরটি জানিয়েছেন।

‘সাবা’ সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল গত বছর সেপ্টেম্বরে, মর্যাদাপূর্ণ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এরপর এটি বুসান, রেড সি, সিডনিসহ বিশ্বের প্রায় এক ডজন নামকরা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং সমালোচকদের প্রশংসা অর্জন করে।

সিনেমাটির গল্প গড়ে উঠেছে শহরের মধ্যবিত্ত পরিবারের মেয়ে ‘সাবা’কে কেন্দ্র করে। বাবার মৃত্যুর পর, সড়ক দুর্ঘটনায় আহত ও শয্যাশায়ী মায়ের (শিরিন) দেখাশোনা করতে গিয়েই তার দিন কাটে। নিজের ক্যারিয়ারকে পেছনে ফেলে, অর্থের টানাটানির মধ্যেও সে দিনরাত এক করে মাকে সুস্থ করে তোলার চেষ্টা করে। কিন্তু হঠাৎই মায়ের হার্ট অ্যাটাক হলে, অপারেশনের জন্য বিপুল অর্থের প্রয়োজন হয়, যা সাবাকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

পরিচালক মাকসুদ হোসেন জানিয়েছেন, ‘সাবা’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রস্তুত এবং খুব শিগগিরই এর মুক্তির তারিখ ঘোষণা করা হবে। ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের শুরুতেই ছবিটি মুক্তি পেতে পারে।

মেহজাবীন ছাড়াও, ছবিটিতে আরও অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার। বিশ্বজুড়ে সমাদৃত হওয়ার পর, মেহজাবীনের প্রথম অভিনীত এই সিনেমাটি দেখার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেশের দর্শকরা।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0