এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: রাজধানীর উত্তরা দিয়াবাড়ী মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করা হয়েছে আইএসপিআর’র একটি সংবাদ বিজ্ঞপ্তিতে। এই ঘটনায় শোকাহত পুরো দেশ। শোকের ছায়া নেমে এসেছে দেশের বিনোদন জগতেও। শাকিব খান, অপু বিশ্বাসসহ সব তারকারাই শোকে স্তব্ধ। আর এ বিষয়ে এবার শোক জানিয়ে নিজের কষ্টের কথা জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
সোমবার (২১ জুলাই) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি শোকাহত হয়ে একটি পোস্ট দেন।
পোস্টে তিনি লেখেন, উত্তরার দিয়াবাড়িতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অত্যন্ত দুঃখিত ও মর্মাহত। সবার জন্য প্রার্থনা করছি।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় আহত ও নিহতদের তথ্য জানায় আইএসপিআর।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, কুয়েত মৈত্রী হাসপাতালে আহত ৮; বার্ন ইনস্টিটিউটে আহত ৭০, নিহত ২; সিএমএইচ-ঢাকায় আহত ১৪, নিহত ১১; কুর্মিটোলা জেনারেল হসপিটালে আহত নাই, নিহত ২; লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরায় আহত ১১, নিহত ২; উত্তরা আধুনিক হসপিটাল আহত ৬০, নিহত ১; উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত ১, নিহত নাই।
এদিকে, বিমান বিধ্বস্তের ঘটনায় নারী ও শিশুসহ ৫০ জনের বেশি দগ্ধ হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
প্রসঙ্গত, সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0