বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

সাত বছর পর সিরিয়ালে কামব্যাক মধুমিতার

বোঝে না সে বোঝে না’-র পর মধুমিতা সিনেমা এবং ওয়েব সিরিজে মনোনিবেশ করেছিলেন এবং সেখানেও সাফল্য পেয়েছেন।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: স্টার জলসার ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে যিনি দুই বাংলার দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন, সেই জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার আবারও ফিরছেন ছোট পর্দায়। ‘কুসুম দোলা’র পর প্রায় সাত বছরের দীর্ঘ বিরতি শেষে, তিনি ফিরছেন স্টার জলসারই নতুন ধারাবাহিক ‘ভোলেবাবা পার কারেগা’-তে। তবে এবার আর আটপৌরে মিষ্টি মেয়ের চরিত্রে নয়, মধুমিতাকে দেখা যাবে একবারে নতুন অবতারে— একজন র‍্যাপারের ভূমিকায়।

জানা গেছে, ‘ভোলেবাবা পার কারেগা’ ধারাবাহিকটির গল্প এক সাধারণ পরিবারের মেয়ের জনপ্রিয় গায়িকা, বিশেষ করে র‍্যাপার হয়ে ওঠার অদম্য ইচ্ছাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। সম্প্রতি ধারাবাহিকটির ট্রেলার প্রকাশিত হয়েছে।

মধুমিতার ছোট পর্দায় প্রত্যাবর্তন নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা থাকলেও, নতুন এই ধারাবাহিকের ট্রেইলারটি দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই র‍্যাপার হিসেবে মধুমিতার নতুন লুক এবং ধারাবাহিকের বিষয়বস্তু নিয়ে সমালোচনা করছেন।

‘বোঝে না সে বোঝে না’-র পর মধুমিতা সিনেমা এবং ওয়েব সিরিজে মনোনিবেশ করেছিলেন এবং সেখানেও সাফল্য পেয়েছেন। দীর্ঘ বিরতির পর, এমন এক ভিন্নধর্মী এবং চ্যালেঞ্জিং চরিত্র নিয়ে তাঁর ছোট পর্দায় ফেরাটা এক বড় ঝুঁকি হিসেবেই দেখছেন অনেকে। এখন দেখার বিষয়, সম্প্রচার শুরু হওয়ার পর ‘পাখি’ তাঁর এই নতুন র‍্যাপার অবতার দিয়ে দর্শকদের মন কতটা জয় করতে পারেন।

বাংলাফ্লো/এইচএম  

 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0