এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: গত বছর দুর্গাপূজার আগেই অভিনেত্রী মধুমিতা সরকার তাঁর নতুন প্রেমের কথা প্রকাশ্যে এনেছিলেন। জানিয়েছিলেন, প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গেই চলতি বছরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। এবার, বিয়ের ঠিক আগেই, তাঁদের সম্পর্কের এক বছর পূর্ণ হলো। বিশেষ এই দিনটি উপলক্ষে, দেবমাল্য সামাজিক মাধ্যমে মধুমিতার সঙ্গে তোলা ছবি পোস্ট করে ভালোবাসায় ভরা এক মিষ্টি বার্তা দিয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) মধ্যরাতে, দেবমাল্য চক্রবর্তী মধুমিতার সঙ্গে দুটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি তাঁদের সম্পর্কের রসায়নকে তুলে ধরে লেখেন: “নির্ভেজাল উন্মাদনা, অদ্ভুত শান্তি এবং অসীম ভালোবাসা।”
তাঁর এই পোস্টে মধুমিতা নিজেও মন্তব্য করে লেখেন, “হ্যাপি অ্যানিভার্সারি বেবি।”
তাঁদের এই মিষ্টি পোস্ট দেখে, ভক্ত-অনুরাগীরাও ভালোবাসায় এবং শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। এক অনুরাগী লিখেছেন, “হ্যাপি ফার্স্ট অ্যানিভার্সারি। এভাবেই একসঙ্গে থাক। আরও অনেক সুন্দর সুন্দর বছর তোমাদের জন্য প্রার্থনা করি।”
জানা গেছে, মধুমিতা এবং দেবমাল্যর বিয়ের প্রস্তুতি পুরোদমে চলছে। সবকিছু ঠিক থাকলে, চলতি বছরের ডিসেম্বর মাসেই সাত পাকে বাঁধা পড়বেন এই জনপ্রিয় জুটি।
উল্লেখ্য, এর আগে, ২০১৯ সালে অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে মধুমিতার বিবাহবিচ্ছেদ হয়। প্রথম বিয়ের তিক্ততা ভুলে, দেবমাল্যর সঙ্গে মধুমিতা যে এখন জীবনের এক নতুন এবং সুখের অধ্যায়ে প্রবেশ করেছেন, তাঁদের এই বর্ষপূর্তির পোস্টই তার প্রমাণ।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0