এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: মাদক বিতর্ক, একাধিকবার গ্রেপ্তার এবং পুনর্বাসন কেন্দ্রে যাওয়া— একসময় লিন্ডসে লোহানের নাম শুনলেই এসব কথাই মনে আসত। সম্ভাবনাময় এক ক্যারিয়ার প্রায় ধ্বংসের মুখেই পৌঁছেছিল। কিন্তু সব বিতর্ককে পেছনে ফেলে, জীবনের এক নতুন অধ্যায় শুরু করে আবারও বড় পর্দায় ফিরছেন তিনি। দুই দশক আগে মুক্তি পাওয়া জনপ্রিয় সিনেমা ‘ফ্রিকি ফ্রাইডে’-এর সিক্যুয়েল ‘ফ্রিকিয়ার ফ্রাইডে’ দিয়ে এই প্রত্যাবর্তন করছেন তিনি। আর এই যাত্রায় তাঁর পাশে শক্তভাবে দাঁড়িয়েছেন তাঁর পর্দার মা এবং বাস্তব জীবনের বন্ধু, অস্কারজয়ী অভিনেত্রী জেমি লি কার্টিস।
২০২২ সালে ব্যবসায়ী বাদার শামাসকে বিয়ে করেন এবং পরের বছরই মা হন লিন্ডসে। এই মাতৃত্বই তাঁর জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে বলে জানান তিনি। লন্ডনে সিনেমার প্রিমিয়ারে তিনি বলেন, “মা হলে জীবনটাই বদলে যায়। তখন কাজ আর সংসারের ভারসাম্য রক্ষাটাও শিখতে হয়, আর এটাই একটা বড় শিক্ষার জায়গা।”
অতীতে তাঁর ২০ বছর বয়সের উত্তাল দিনগুলোর কথা স্মরণ করে তিনি বলেন, এখন তিনি তাঁর সেই সময়ের নিজেকে বলবেন, “আরও ধীরে চলতে, আর শুধু নিশ্বাস নিতে... সবকিছুই সময়মতো আসে।”
‘ফ্রিকিয়ার ফ্রাইডে’ ছবির ধারণাটি এসেছিল মূলত জেমি লি কার্টিসের কাছ থেকেই। তিনিই ডিজনিকে বলেছিলেন, “সময় হয়ে গেছে এই ছবি করার।” এবারের গল্পে শুধু মা-মেয়ে নয়, বরং একসঙ্গে চারটি চরিত্রের মধ্যে শরীর বদলের এক মজার গোলকধাঁধা দেখা যাবে।
লিন্ডসের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জেমি লি কার্টিস বলেন, “এটা ঠিক পুনর্মিলনী নয়। কারণ, আমরা সব সময়ই একসঙ্গে ছিলাম।” তিনি জানান, লিন্ডসে লস অ্যাঞ্জেলেসে এসে তাঁর সন্তানের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়ে গেছেন। একজন অভিজ্ঞ অভিনেত্রী হিসেবে লিন্ডসের পাশে থাকাকে তিনি নিজের দায়িত্ব বলে মনে করেন।
আগামী শুক্রবার মুক্তি পেতে চলা এই সিনেমাটি লিন্ডসে লোহানের থমকে যাওয়া ক্যারিয়ারে নতুন গতি দেবে বলে আশা করছেন ভক্তরা।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0