এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ‘রোমাঞ্চ যাত্রা শুরু হোক!’— সামাজিক মাধ্যমে এই ক্যাপশন দিয়েই যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দিয়েছেন দেশের মেগাস্টার শাকিব খান। একদিকে যখন তাঁর অভিনীত ঈদুল আজহার সিনেমা ‘তাণ্ডব’ যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলেছে, ঠিক তখনই তাঁর এই সফর জন্ম দিয়েছে নতুন সব জল্পনার। ধারণা করা হচ্ছে, এই সফরের পেছনে রয়েছে তাঁর বহু প্রতীক্ষিত হলিউড সিনেমায় অভিষেক এবং দেশের সবচেয়ে কুখ্যাত ডন ‘কালা জাহাঙ্গীর’-এর বায়োপিকে অভিনয়ের মতো বড় সব পরিকল্পনা।
আন্তর্জাতিক অঙ্গনে ‘তাণ্ডব’: রায়হান রাফী পরিচালিত অ্যাকশন-থ্রিলার ‘তাণ্ডব’ দেশে বক্স অফিস কাঁপানোর পর গত ১১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের হিউস্টন, ক্যালিফোর্নিয়া, বোস্টনসহ ১০টিরও বেশি শহরে প্রদর্শিত হচ্ছে। ধারণা করা হচ্ছে, শাকিব খান এই সফরে প্রবাসী দর্শকদের সঙ্গে বসে সিনেমাটি দেখবেন এবং বিভিন্ন প্রিমিয়ার শো-তে অংশ নেবেন।
হলিউড সিনেমার গুঞ্জন: তবে শাকিবের এই সফরকে শুধু ‘তাণ্ডব’-এর প্রচারণার অংশ হিসেবে দেখতে নারাজ অনেকেই। মাস কয়েক আগে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিক আকবর জানিয়েছিলেন, তিনি শাকিব খানকে নিয়ে একটি হলিউড ছবি নির্মাণ করতে চান। তিনি বলেছিলেন, “শাকিব খান যুক্তরাষ্ট্রে এলেই সবকিছু চূড়ান্ত হবে।” শাকিবের এই সফর সেই হলিউড প্রজেক্ট চূড়ান্ত করার জন্যই কি না, তা নিয়েই এখন চলছে মূল আলোচনা।
নতুন চরিত্র ‘কালা জাহাঙ্গীর’: এর মধ্যেই আলোচনায় রয়েছে শাকিব খানের আরও একটি সম্ভাব্য বড় প্রজেক্ট। শোনা যাচ্ছে, নব্বইয়ের দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড কাঁপানো কুখ্যাত ডন ‘কালা জাহাঙ্গীর’-এর জীবনী নিয়ে একটি সিনেমা নির্মিত হতে চলেছে, যেখানে নাম ভূমিকায় দেখা যেতে পারে শাকিব খানকে। ছবিটি পরের বছরের ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও গুঞ্জন রয়েছে।
সব মিলিয়ে, ‘তাণ্ডব’-এর আন্তর্জাতিক সাফল্য, হলিউডে অভিষেকের জোরালো সম্ভাবনা এবং ‘কালা জাহাঙ্গীর’-এর মতো চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের গুঞ্জন— সবকিছুই প্রমাণ করে, শাকিব খান এখন তাঁর ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাঁর এই ‘রোমাঞ্চ যাত্রা’ যে আসলেই এক নতুন দিগন্তের সূচনা করতে চলেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0