এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: দুর্গাপূজার উৎসবের আবহে, ভক্তদের জন্য এক বিরাট এবং মিষ্টি চমক নিয়ে এলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। শুভ মহাসপ্তমীর এই বিশেষ দিনে, তিনি প্রথমবারের মতো তাঁর শিশুকন্যা কাব্যার মুখ প্রকাশ্যে আনলেন। মেয়ের ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গেই, সামাজিক মাধ্যমে ভালোবাসার বন্যা বয়ে গেছে।
আজ, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে, কোয়েল মল্লিক তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রামে তিনটি ছবি পোস্ট করেন।
প্রথম ছবিতে দেখা যায়, তিনি তাঁদের ঐতিহ্যবাহী মল্লিক বাড়ির দুর্গামায়ের মূর্তির সামনে, মেয়ে কাব্যাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। ছোট্ট কাব্যার পরনে ছিল সবুজ বর্ডার দেওয়া একটি হলুদ ঘাগরা।
দ্বিতীয় ছবিটি ছিল মা-মেয়ের এক হাসিখুশি মুহূর্তের ক্লোজআপ।
তবে সবচেয়ে নজরকাড়া ছিল তৃতীয় ছবিটি, যা ছিল একটি ‘পারফেক্ট ফ্যামিলি পোর্ট্রেট’। সেখানে কোয়েল, কাব্যা, তাঁর ছেলে কবীর এবং স্বামী নিসপাল সিং— চারজনকেই এক ফ্রেমে দেখা গেছে।
ফোলা গাল আর অবাক চোখে মায়ের কোলে দাঁড়িয়ে থাকা ছোট্ট কাব্যাকে দেখে, ভক্তরা তাঁকে ‘রাজকুমারী’র সঙ্গে তুলনা করছেন। কোয়েল ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে শুধু লিখেছেন— “শুভ মহাসপ্তমী।”
কোয়েল মল্লিকের এই পোস্টে তাঁর সহকর্মী থেকে শুরু করে অগণিত ভক্ত, সবাই ছোট্ট কাব্যাকে ভালোবাসা এবং আশীর্বাদে ভরিয়ে দিচ্ছেন। পূজার দিনে এমন এক মিষ্টি ছবি নিঃসন্দেহে উৎসবের আনন্দকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0