এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ভারতে 'সুপারম্যান' ছবিতে চুম্বন দৃশ্য কর্তন, সেন্সরশিপ নিয়ে বিতর্ক তুঙ্গে
বহুল প্রত্যাশিত ডিসি ইউনিভার্সের নতুন সিনেমা জেমস গানের ‘সুপারম্যান’ বিশ্বজুড়ে মুক্তি পেলেও ভারতে এটি তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) কর্তৃক চলচ্চিত্রটি থেকে একাধিক চুম্বন দৃশ্য এবং কিছু অশালীন শব্দ ছেঁটে ফেলার ঘটনায় ভারতীয় দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। হিন্দুস্তান টাইমস এবং বলিউড হাঙ্গামার মতো শীর্ষস্থানীয় ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই সেন্সরশিপের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে এবং ভারতে চলচ্চিত্র সেন্সরশিপের পুরোনো বিতর্ককে আবারও সামনে এনেছে।
১১ জুলাই, শুক্রবার, ভারতে ‘সুপারম্যান’ দেখতে গিয়ে দর্শকরা হতাশ হন যখন তারা লক্ষ্য করেন যে ছবির দুটি গুরুত্বপূর্ণ চুম্বন দৃশ্য, যার মধ্যে একটি ৩৩-সেকেন্ডের দীর্ঘ দৃশ্য ছিল, তা বাদ দেওয়া হয়েছে। এই দৃশ্যগুলো ছবির প্রচারমূলক ট্রেলারেও দেখানো হয়েছিল, যা দর্শকদের হতাশা আরও বাড়িয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে এক্স (পূর্বের টুইটার)-এ দর্শকরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, \একটি সাধারণ চুম্বন দৃশ্যও কি সেন্সর বোর্ডের কাছে অশালীন মনে হলো?\ কেউ কেউ মন্তব্য করেছেন যে, এই ধরনের হস্তক্ষেপ নির্মাতার শৈল্পিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে।
কেবলমাত্র চুম্বন দৃশ্যই নয়, ছবির বেশ কিছু সংলাপ থেকে গালিগালাজও 'মিউট' করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। সিবিএফসি-র এই পদক্ষেপ নতুন নয়। সম্প্রতি ব্র্যাড পিট অভিনীত 'এফ১' ছবিটি থেকেও দৃশ্য বাদ দেওয়ায় বোর্ড সমালোচিত হয়েছিল। সমালোচকদের মতে, এই ধরনের কর্তন চলচ্চিত্রের আবেগঘন মুহূর্ত এবং গল্পের প্রবাহকে বাধাপ্রাপ্ত করে, যা দর্শকের অভিজ্ঞতাকে ব্যাহত করে। এই ঘটনাটি ভারতীয় সংস্কৃতির রক্ষণশীলতার প্রতিফলন নাকি শিল্পকলার উপর একটি অপ্রয়োজনীয় হস্তক্ষেপ—সেই প্রশ্নটি এখন জোরালোভাবে উঠছে।
যদিও ভারতে এই সেন্সরশিপের বিতর্ক চলছে, জেমস গান পরিচালিত এবং ডেভিড কোরেনসোয়েট অভিনীত ‘সুপারম্যান’ বিশ্বজুড়ে সমালোচকদের প্রশংসা অর্জন করেছে। চলচ্চিত্রটি শুধুমাত্র একটি অ্যাকশনধর্মী ছবি হিসেবে সীমাবদ্ধ না থেকে মানবিকতা, রাজনীতি, অভিবাসন এবং নৈতিক দ্বন্দ্বের মতো গভীর বিষয়গুলোকে স্পর্শ করেছে। বিশ্বজুড়ে ইতিবাচক সাড়া পেলেও, ভারতে এই সেন্সরশিপের ঘটনা আন্তর্জাতিক মহলেও আলোচনার জন্ম দিয়েছে। এই বিতর্ক ভারতের সেন্সর বোর্ডের নীতিমালায় কোনো পরিবর্তন আনতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0