এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: সম্প্রতি রজনীকান্তের ‘কুলি’ এবং ধানুশের **‘কুবেরা’**র মতো বড় বাজেটের সিনেমায় খলনায়ক বা সহনায়কের ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন নাগার্জুনা। তবে তেলেগু টিভির জনপ্রিয় শো ‘জয়ম্মু নিশ্চয়ম্মু রা’-তে এসে তিনি নিশ্চিত করেছেন, তাঁর ১০০তম ছবিতে তিনি কেন্দ্রীয় নায়কের ভূমিকায়ই ফিরছেন।
তিনি জানান, গত ছয়-সাত মাস ধরেই এই প্রজেক্টটি নিয়ে প্রস্তুতি চলছিল এবং অবশেষে সবকিছু চূড়ান্ত হয়েছে।
‘কিং’ নাগার্জুনার ১০০তম চলচ্চিত্র হওয়ায়, দর্শক এবং ভক্তদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। তাঁরা আশা করছেন, ‘কিং১০০’-এ নাগার্জুনা তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এবং প্রাণবন্ত উপস্থিতি দিয়ে পারিবারিক নাটক, উত্তেজনাপূর্ণ অ্যাকশন এবং তাঁর পরিচিত মায়া— সবকিছুই বড়পর্দায় তুলে ধরবেন।
একজন সিনিয়র সুপারস্টারের ক্যারিয়ারের এমন এক বিশেষ মুহূর্তে, তাঁর নায়ক হিসেবে এই প্রত্যাবর্তনকে ভক্তরা এক বড় উৎসব হিসেবেই দেখছেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0