এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ২০২৩ সালে বক্স অফিসে ঝড় তোলার পর, আরও বড় চমক নিয়ে ফিরছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির সাড়া জাগানো সিনেমা ‘রক্তবীজ’-এর সিক্যুয়েল। আসছে দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রক্তবীজ ২’। সম্প্রতি ছবিটির প্রথম মোশন পোস্টার প্রকাশ করা হয়েছে, যা প্রকাশের সঙ্গে সঙ্গেই দর্শকদের মধ্যে কৌতূহল ও প্রত্যাশার পারদকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
তারকাখচিত নতুন চমক: ‘রক্তবীজ’-এর আগের পর্বে মুখ্য ভূমিকায় ছিলেন ভিক্টর ব্যানার্জি, আবির চ্যাটার্জি এবং মিমি চক্রবর্তী। সিক্যুয়েলেও আবির ও মিমি তাঁদের রসায়ন নিয়ে ফিরছেন। তবে এবারের সবচেয়ে বড় চমক হলো নতুন দুই তারকার অন্তর্ভুক্তি। ‘রক্তবীজ ২’-এ এই জুটির সঙ্গে যোগ দিচ্ছেন টলিউডের আরও এক জনপ্রিয় জুটি— অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখার্জি। এই তারকাখচিত কাস্টিং সিনেমাটিকে আগের পর্বের চেয়েও বড় ক্যানভাসে নিয়ে গেছে।
পোস্টারে নজর কাড়লেন কৌশানী: মুক্তি পাওয়া মোশন পোস্টার থেকে জানা গেছে, ছবিতে কৌশানীর চরিত্রের নাম আয়েশা। পোস্টারে তাঁকে এক্কেবারে আদ্যোপান্ত শহুরে এবং স্টাইলিশ লুকে দেখা গেছে। সাদা ও গোলাপি ফ্লোরাল প্রিন্টেড ড্রেস, খোলা চুল এবং মাথায় টুপি— তাঁর এই নতুন লুক দর্শকদের নজর কেড়েছে। যদিও চরিত্রটি নিয়ে নির্মাতারা বিশেষ কিছু খোলাসা করেননি, তবে ধারণা করা হচ্ছে, কৌশানীকে আরও একবার ছকভাঙা একটি চরিত্রে দেখা যেতে চলেছে।
পূজার লড়াই এবং দর্শকদের প্রত্যাশা: গত বছরের সাফল্যের কারণে ‘রক্তবীজ ২’ নিয়ে দর্শকদের মধ্যে আগে থেকেই আগ্রহ ছিল। তার উপর আবির-মিমির সঙ্গে অঙ্কুশ-কৌশানীর মতো তারকাদের অন্তর্ভুক্তি সেই প্রত্যাশাকে আরও বাড়িয়ে দিয়েছে। ভক্তরা এখন শুধু আবির-মিমির রসায়নই নয়, অঙ্কুশ-কৌশানীর জুটিও পর্দায় নতুন কোনো ঝড় তোলে কি না, তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সব মিলিয়ে, এই পূজায় ‘রক্তবীজ ২’ যে বক্স অফিসের অন্যতম বড় दावेदार হতে চলেছে, তা প্রথম পোস্টারেই স্পষ্ট।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0