মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

বক্স অফিসে ‘কান্তারা’র তাণ্ডব, ৩ দিনেই আয় ১৬২ কোটি!

‘কান্তারা: চ্যাপ্টার ১’ মুক্তির মাত্র তিন দিনের মাথায় ভারতের অভ্যন্তরীণ বাজারে ১৬২.৮৫ কোটি রুপি আয় করেছে।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ‘কান্তারা’ সিনেমার প্রথম কিস্তির সাফল্যের পর, এর প্রিক্যুয়েল ‘কান্তারা: আ লেজেন্ড - চ্যাপ্টার ১’ নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। আর সেই প্রত্যাশাকে যেন ছাপিয়ে গেলেন অভিনেতা ও পরিচালক ঋষভ শেঠি। গত ২ অক্টোবর মুক্তি পাওয়ার পর, মাত্র তিন দিনেই ছবিটি বক্স অফিসে রাজত্ব শুরু করেছে এবং বছরের সর্বোচ্চ আয়কারী কন্নড় সিনেমা হিসেবে নিজের জায়গা করে নিয়েছে।

বিশ্লেষক সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ‘কান্তারা: চ্যাপ্টার ১’ মুক্তির মাত্র তিন দিনের মাথায় ভারতের অভ্যন্তরীণ বাজারে ১৬২.৮৫ কোটি রুপি আয় করেছে।

প্রথম দিন: ৬১.৮৫ কোটি রুপি

দ্বিতীয় দিন: ৪৬ কোটি রুপি

তৃতীয় দিন: ৫৫ কোটি রুপি

এই বিপুল আয়ের মাধ্যমে, ছবিটি ইতোমধ্যেই বছরের সর্বোচ্চ আয়কারী কন্নড় সিনেমা ‘সু ফ্রম সো’ (৯২ কোটি রুপি)-কে পেছনে ফেলে দিয়েছে। শুধু তাই নয়, এটি সালমান খানের ‘সিকান্দার’ (১১০ কোটি রুপি) এবং রামচরণের ‘গেম চেঞ্জার’ (১৩১ কোটি রুপি)-এর মতো বড় বাজেটের সিনেমার আয়কেও ছাড়িয়ে গেছে।

বক্স অফিসের পাশাপাশি, ছবিটি সমালোচকদের কাছ থেকেও ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। ইন্ডিয়া টুডে তাদের রিভিউতে লিখেছে, “ছবির ক্লাইম্যাক্স ও গুলিগা দৃশ্যগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। ...অভিনয়ে ঋষভ একেবারে প্রকৃতির শক্তি, যেন চরিত্রের মধ্যে তিনি নিজেই এক রহস্যে রূপ নিয়েছেন।”

সব মিলিয়ে, ‘কান্তারা: চ্যাপ্টার ১’ শুধু কন্নড় ইন্ডাস্ট্রিতেই নয়, পুরো ভারতীয় বক্স অফিসেই এক নতুন ইতিহাস তৈরি করতে চলেছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0