এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: কন্নড় চলচ্চিত্র জগতে (স্যান্ডালউড) নেমে এলো আরও এক গভীর শোকের ছায়া। জনপ্রিয় তরুণ অভিনেতা সন্তোষ বলারাজ জন্ডিসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে মাত্র ৩৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এই অকাল প্রয়াণ চলচ্চিত্র জগতে শোকের ছায়া নামিয়ে এনেছে, কারণ মাত্র তিন বছর আগেই ২০২২ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাঁর বাবা, প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক আনেকাল বলারাজও মারা গিয়েছিলেন।
জানা গেছে, সন্তোষ বলারাজ সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরেই জন্ডিসে ভুগছিলেন এবং সংক্রমণ তাঁর পুরো শরীরে ছড়িয়ে পড়েছিল। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়, কিন্তু শেষরক্ষা হয়নি।
এর আগে ২০২২ সালের ১৫ মে তাঁর বাবা, ‘কারিয়া’, ‘জ্যাকপট’-এর মতো জনপ্রিয় ছবির প্রযোজক আনেকাল বলারাজ, রাস্তা পার হওয়ার সময় এক মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন। বাবার মৃত্যুর পর সন্তোষ তাঁর মায়ের সঙ্গেই থাকতেন। তিনি অবিবাহিত ছিলেন। একই পরিবারে এমন পরপর দুটি দুর্ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছেন তাঁদের পরিবার ও শুভানুধ্যায়ীরা।
সন্তোষ বলারাজ ২০০৯ সালে তাঁর বাবার প্রযোজনায় নির্মিত অ্যাকশন থ্রিলার ‘কেম্পা’ ছবির মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক করেন। এরপর তিনি ‘ওলাভিনা ওলে’ এবং সমালোচকদের দ্বারা প্রশংসিত ‘জন্মা’ ছবিতে অভিনয় করেন। গ্যাংস্টার ঘরানার ছবি ‘গণপা’-তে তাঁর অভিনয়ও বেশ আলোচিত হয়েছিল। তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ২০১৭ সালের ‘কারিয়া ২’।
তরুণ বয়সে এমন এক প্রতিভাবান অভিনেতার আকস্মিক মৃত্যুতে কন্নড় চলচ্চিত্র সংশ্লিষ্টরা এবং ভক্তরা সামাজিক মাধ্যমে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করছেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0