বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

গানে ও ছবিতে সব গুজবের জবাব দিলেন জাস্টিন বিবার

বিবারের নতুন এই অ্যালবামটি যেন তাঁর গত কয়েক বছরের জীবনের এক খোলা ডায়েরি। এক ঘণ্টার এই অ্যালবামের প্রতিটি গানে তিনি তুলে ধরেছেন মানসিক স্বাস্থ্য নিয়ে তাঁর সংগ্রাম, বাবা হওয়ার নতুন অনুভূতি এবং খ্যাতির বিড়ম্বনার মতো ব্যক্তিগত সব কথা।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: অসুস্থতা, কনসার্ট বাতিল এবং স্ত্রী হেইলি বিবারের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন— গত কয়েক বছর ধরে এমন সব নেতিবাচক খবরেই শিরোনামে ছিলেন বিশ্বজুড়ে জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার। তবে সব আলোচনা ও বিতর্ককে একপাশে সরিয়ে, ভক্তদের জন্য এক বিশাল চমক নিয়ে হাজির হলেন তিনি। চার বছরের দীর্ঘ বিরতির পর, কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই তিনি প্রকাশ করেছেন তাঁর নতুন অ্যালবাম ‘সোয়্যাগ’, যাতে রয়েছে ২০টি নতুন গান। এই আকস্মিক প্রত্যাবর্তনকে শুধু গানে ফেরাই নয়, বরং তাঁর ব্যক্তিগত জীবনের সব গুজবের এক শৈল্পিক জবাব হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

গানের কথায় ব্যক্তিগত জীবনের প্রতিচ্ছবি: বিবারের নতুন এই অ্যালবামটি যেন তাঁর গত কয়েক বছরের জীবনের এক খোলা ডায়েরি। এক ঘণ্টার এই অ্যালবামের প্রতিটি গানে তিনি তুলে ধরেছেন মানসিক স্বাস্থ্য নিয়ে তাঁর সংগ্রাম, বাবা হওয়ার নতুন অনুভূতি এবং খ্যাতির বিড়ম্বনার মতো ব্যক্তিগত সব কথা। অ্যালবামের ‘ড্যাডজ লাভ’, ‘ডিভোশন’, ‘থেরাপি সেশন’-এর মতো গানের শিরোনামগুলোই তাঁর মানসিক টানাপোড়েনের ইঙ্গিত দেয়।

অন্যদিকে, ‘বাটারফ্লাইজ’ গানে তিনি সম্প্রতি পাপারাজ্জিদের সঙ্গে তাঁর উত্তেজনার বিষয়টি তুলে ধরেছেন। বাবা দিবসে আলোকচিত্রীদের উদ্দেশে তাঁর বলা সেই ভাইরাল কথা, “আমি এখন বাবা, একজন স্বামী; এটা আপনারা বুঝতে পারছেন না,”— সেই ক্ষোভেরই প্রতিচ্ছবি যেন এই গান।

এক ছবিতে সব গুজবের অবসান: নতুন অ্যালবাম প্রকাশের মাধ্যমে শুধু চার বছরের নীরবতাই ভাঙেননি, একই সঙ্গে স্ত্রী হেইলি বিবারের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনকেও এক প্রকার থামিয়ে দিয়েছেন জাস্টিন বিবার। ‘সোয়্যাগ’ অ্যালবামের প্রচারের জন্য তিনি ইনস্টাগ্রামে স্ত্রী হেইলি ও তাঁদের সন্তানকে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন, যা তাঁদের বিচ্ছেদের জল্পনায় জল ঢেলে দিয়েছে।

এই আকস্মিক প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত তাঁর অগণিত ভক্ত ও সহশিল্পীরা। অনেকেই সামাজিক মাধ্যমে গায়ককে ব্যক্তিগত জীবনের জটিলতা কাটিয়ে শক্তভাবে গানে ফেরার জন্য অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। সব মিলিয়ে, ‘সোয়্যাগ’ অ্যালবামের মাধ্যমে জাস্টিন বিবার শুধু একজন শিল্পী হিসেবেই নন, বরং একজন স্বামী ও বাবা হিসেবে জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0