এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বলিউডের জনপ্রিয় কমেডি কোর্ট রুম ড্রামা চলচ্চিত্র ‘জলি এলএলবি’। ইতোমধ্যে দুটি সিনেমা মুক্তি পেয়েছে এবং দুটিই সুপারহিট। যার প্রথমটি করেছিলেন আরশাদ ওয়ার্সি এবং দ্বিতীয়টায় ছিলেন অক্ষয় কুমার। এবার তিন নাম্বার পর্বে থাকছেন অক্ষয় আরশাদ ওয়ার্সি দুজনেই । তাই সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহের কমতি নেই। দীর্ঘদিন ধরেই ভক্তরা অপেক্ষা করছিলেন তৃতীয় সিনেমার। অবশেষে প্রকাশ হয়েছে এর টিজার।
‘জলি এলএলবি ৩’-এর দেড় মিনিটের টিজারে মেরুটের অ্যাডভোকেট জগদীশ ত্যাগী জলি অর্থাৎ আরশাদ ওয়ার্সি এবং কানপুরের জগদীশ্বর মিশরা জলি অর্থাৎ ওক্ষয় কুমারের দেখা মিলেছে।
সঙ্গে দেখা যায় বিচারপতি হিসেবে আগের দুই সিনেমায় থাকা সৌরভ শুক্লাকেও । আবারও সেই কোর্টরুম ড্রামায় হাস্যরসে ভরপুর রোমাঞ্চকর কোনো এক মামলা নিয়ে লড়বেন দুই জলি।
এবার দুই জলিকে মুখোমুখি হতে দেখে ভক্তরা উচ্ছ্বসিত হয়েছেন। একজন ইউটিউবে মন্তব্য করেছেন, ‘এটি হেরা ফেরি, খাট্টা মিঠা, দে দানা দান’র মতোই এপিক হতে চলেছে।
আরেকজন লিখেছেন, ‘অক্ষয় + আরশদ + সৌরভ = ফাটাফাটি বিনোদন।’ কেউ মন্তব্য করেছেন, ‘এই সিনেমা দেখার পরেই আমি এলএলবি করছি।’ কিছু ভক্ত টিজার দেখে এটিকে ‘বছরের হাস্যরসাত্মক ব্লকবাস্টার’ বলেও অভিহিত করেছেন।
অবশেষে অপেক্ষার পালা শেষ হতে চলেছে। আগামী ১৯ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
গতবছর সিনেমাটির শুটিং চলাকালীন আইনি বিপাকে পড়তে হয়েছিল অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি-সহ প্রযোজক-পরিচালকদের। আজমীর আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চন্দ্রভান সিং রাঠোর। তিনি অভিযোগ তুলেছিলেন, এই সিনেমায় বিচারপতি এবং আইনজীবীদের খুবই খাটো করে দেখানো হয়েছে। তাই শুটিং বন্ধের অনুরোধ জানিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। কেন এভাবে বিচার ব্যবস্থা নিয়ে হাসিঠাট্টা করা হবে? সেই কৈফিয়তও চেয়েছিলেন। তবে সেইসব বিতর্ক কাটিয়ে মুক্তি পেল সিনেমার প্রথম ঝলক। আর প্রথম টিজারেই দারুণ সাড়া ফেলে দিলো ‘জলি এলএলবি ৩’।
স্টার স্টুডিওস এর ইউটিউব চ্যানেলে মাত্র ৫ ঘন্টায় ৩৫ লক্ষ ভিউজ হয়েছে টিজারটিতে ।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0