শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

নিউ ইয়র্কের রেস্টুরেন্টে নতুন প্রেমিকের সঙ্গে জেনিফার

১৯৯৫ সালে, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পরই, তিনি গুরুতর নার্ভের ব্যথা এবং স্পাইনাল কর্ড লেশনের মতো জটিল রোগে আক্রান্ত হন।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন তাঁর নতুন সঙ্গী, হিপনোথেরাপিস্ট জিম কার্টিসের সঙ্গে নতুন করে জীবন সাজাচ্ছেন। সম্প্রতি এই জুটিকে নিউ ইয়র্ক সিটির একটি রেস্টুরেন্টে একসঙ্গে নৈশভোজে দেখা গেছে, যা তাঁদের সম্পর্ক নিয়ে চলমান আলোচনাকে আরও জোরালো করেছে।

গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায়, ৫৬ বছর বয়সী জেনিফার অ্যানিস্টন এবং ৫০ বছর বয়সী জিম কার্টিসকে ম্যানহাটনের একটি রেস্টুরেন্টে একসঙ্গে প্রবেশ করতে দেখা যায়। এ সময় অ্যানিস্টনের পরনে ছিল সাদা ট্যাঙ্ক টপ ও হালকা নীল জিন্স, অন্যদিকে জিম কার্টিস পরেছিলেন সাদা টি-শার্ট ও গাঢ় বাদামি শ্যাকেট।

জিম কার্টিস পেশায় একজন হিপনোথেরাপিস্ট এবং পাবলিক স্পিকার। তবে তাঁর নিজের জীবনের গল্পও বেশ অনুপ্রেরণাদায়ক। ১৯৯৫ সালে, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পরই, তিনি গুরুতর নার্ভের ব্যথা এবং স্পাইনাল কর্ড লেশনের মতো জটিল রোগে আক্রান্ত হন। ২০১৭ সালের এক সাক্ষাৎকারে তিনি জানান, একজন বিশ্ববিদ্যালয় অধ্যাপকই তাঁকে মাইন্ডফুলনেস বা মননশীলতার পথে নিয়ে আসেন, যা তাঁকে সুস্থ হতে এবং বর্তমান পেশা বেছে নিতে সাহায্য করে।

সাম্প্রতিক মাসগুলোতে জেনিফার এবং জিমকে একাধিকবার একসঙ্গে দেখা গেছে। সম্প্রতি ‘রিয়েল হাউসওয়াইভস অব নিউ ইয়র্ক সিটি’র তারকা বেথানি ফ্রাঙ্কেল তাঁর পডকাস্টে জানান যে, তিনি অতীতে জিম কার্টিসের সঙ্গে সম্পর্কে ছিলেন, যা এই নতুন জুটিকে নিয়ে জনসাধারণের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

সব মিলিয়ে, জেনিফার অ্যানিস্টন যে তাঁর জীবনের এই নতুন অধ্যায়ে বেশ সুখী, তা তাঁর সাম্প্রতিক সময়ের উপস্থিতিই প্রমাণ করে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0