মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

‘চলচ্চিত্রের মর্যাদা’ নিয়ে বার্তা, দেবের ভক্তদের রোষানলে জিৎ

টলিউডের এই ডামাডোলের মধ্যে, জিৎ তাঁর ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে লেখেন, “আমাদের উচিত আমাদের পেশার সম্মান এবং চলচ্চিত্র শিল্পের মর্যাদার প্রতি সচেতন এবং সতর্ক থাকা।”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: এবারের দুর্গাপূজায় মুক্তি পাওয়া চারটি বড় বাজেটের বাংলা সিনেমা নিয়ে টলিউডে যখন তীব্র রেষারেষি এবং বিতর্ক চলছে, ঠিক তখনই এক বার্তা দিয়ে আলোচনার কেন্দ্রে চলে এলেন সুপারস্টার জিৎ। যিনি সাধারণত বিতর্ক থেকে শত হাত দূরে থাকেন, তিনিই এবার ‘চলচ্চিত্র শিল্পের মর্যাদা’ রক্ষার আহ্বান জানিয়েছেন। তবে তাঁর এই বার্তা প্রশংসার বদলে, জন্ম দিয়েছে নতুন সমালোচনার। নেটিজেনদের একাংশ অভিযোগ তুলেছেন, তিনি দেবের পাশে না দাঁড়িয়ে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পক্ষ নিয়েই এই পোস্টটি করেছেন।

টলিউডের এই ডামাডোলের মধ্যে, জিৎ তাঁর ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে লেখেন, “আমাদের উচিত আমাদের পেশার সম্মান এবং চলচ্চিত্র শিল্পের মর্যাদার প্রতি সচেতন এবং সতর্ক থাকা।”

কেন এই পোস্ট? অনেকেই মনে করছেন, পূজার সিনেমাগুলোকে ঘিরে যেভাবে হল দখলের লড়াই এবং সামাজিক মাধ্যমে কাদা ছোড়াছুড়ি চলছে, তাতেই বিরক্ত হয়ে ইন্ডাস্ট্রির প্রতি এক সতর্কবার্তা দিয়েছেন জিৎ।

কিন্তু জিতের এই পোস্টকে অনেকেই ভালোভাবে নেননি, বিশেষ করে দেবের অনুরাগীরা।

একজন মন্তব্য করেছেন, “ এতদিন কোথায় ছিল আপনার এই পোস্ট? এখন যখন দেখছেন বন্ধু (প্রসেনজিৎ) একেবারে কোণঠাসা, কেউ পাত্তা দিচ্ছে না, তখন এই পোস্ট করলেন।”

আরেকজন সরাসরি প্রশ্ন তুলেছেন, “রঘু ডাকাত নিয়ে পোস্ট কোথায়? কেন দেবের পাশে দাঁড়ালেন না? উনি তো সবসময় আপনাকে সাপোর্ট করেন।”

বরাবরের মতোই, এই সব মন্তব্যের কোনো জবাব দেননি জিৎ। তিনি কার পক্ষে বা বিপক্ষে এই বার্তা দিয়েছেন, তা নিয়ে জল্পনা চললেও, তাঁর এই একটি পোস্ট যে টলিউডের পূজার লড়াইয়ের বিতর্ককে আরও উস্কে দিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0