বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

বলিউডের সবচেয়ে বিশ্বস্ত স্বামী কি ‘সিরিয়াল কিসার’ ইমরান?

“পারভিন ছিল আমার পাশে, যখন আমার পকেটে একটাও টাকা ছিল না। ১৮ বছর একসঙ্গে কাটিয়েছি। ও-ই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ।”

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বলিউডে যাঁর পরিচয় ‘সিরিয়াল কিসার’ বা ‘কিসিং কিং’ হিসেবে, যাঁর সিনেমা মানেই পর্দাজুড়ে সাহসী প্রেমের দৃশ্য, সেই ইমরান হাশমিই বাস্তব জীবনে সম্পূর্ণ ভিন্ন এক মানুষ। সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি তাঁর পর্দার ইমেজ এবং ব্যক্তিগত জীবনের এই বিশাল ফারাক নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানিয়েছেন, কীভাবে পর্দার এই ‘বোল্ড’ নায়ক বাস্তবে একজন একনিষ্ঠ স্বামী এবং লাজুক প্রকৃতির মানুষ।

‘আপনার মতো স্বামী চান অনেক নারী’ সাক্ষাৎকারে এক সাংবাদিক ইমরানকে জানান, বলিউডে যেখানে বহু অভিনেতার বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠে, সেখানে তাঁর নামে কখনো এমন কোনো গুঞ্জন শোনা যায়নি। এ কারণে অনেক নারীই তাঁকে আদর্শ স্বামী হিসেবে দেখেন এবং তাঁর মতো একজন জীবনসঙ্গী পেতে চান।

এই প্রশংসা শুনে প্রথমে হেসে ফেলেন ইমরান। এরপর অত্যন্ত সংযতভাবে তিনি উত্তর দেন, “আপনি এরকম কিছু শোনেননি, কারণ আমি কখনও এমন কিছু করিনি। বিষয়টা এতটাও আশ্চর্যের না; আপনি যতটা অবাক হয়েছেন।”

অটুট সম্পর্কের রহস্য: কেন তিনি এতটা একনিষ্ঠ? সেই রহস্যেরও উন্মোচন করেছেন ইমরান। তাঁর এই সফল দাম্পত্যের পেছনের শক্তি হলেন তাঁর স্ত্রী পারভিন সাহানি। ২০০৬ সালে দীর্ঘদিনের প্রেমিকা পারভিনকে বিয়ে করেন ইমরান। তাঁদের ১৮ বছরের সম্পর্ক আজও অটুট।

স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগঘন ইমরান বলেন, “পারভিন ছিল আমার পাশে, যখন আমার পকেটে একটাও টাকা ছিল না। ১৮ বছর একসঙ্গে কাটিয়েছি। ও-ই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ।” কঠিন সময়ে যে মানুষটি তাঁর পাশে ছিলেন, তাঁকেই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে দেখেন ইমরান, আর यही তাঁর বিশ্বস্ততার মূল কারণ।

বাস্তবে লাজুক প্রকৃতির: ভক্তদের জন্য সবচেয়ে বড় চমক হয়তো তাঁর ব্যক্তিত্বের অন্য একটি দিক। পর্দার সাহসী এই অভিনেতা দাবি করেন, বাস্তবে তিনি এতটাই লাজুক যে, কোনো নারীর সঙ্গে প্রথম আলাপে তিনি কথাই বলতে পারেন না।

সব মিলিয়ে, বলিউডে যেখানে সম্পর্কের ভাঙাগড়া, প্রেমের গসিপ আর গোপন ডেটিং প্রায় রুটিন হয়ে গেছে, সেখানে ‘কিসিং কিং’-এর তকমা নিয়েও ইমরান হাশমি তাঁর ব্যক্তিগত জীবনের স্বচ্ছতা এবং স্ত্রীর প্রতি ভালোবাসা ও বিশ্বস্ততার এক দারুণ উদাহরণ তৈরি করেছেন।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0