বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫

গানের মাধ্যমে কি নিজের যন্ত্রণার কথা বলছেন মোনালি ঠাকুর?

“যখন কাছের কেউ আঘাত করে বা প্রতারণা করে, তখন হৃদয় কেঁদে ওঠে। আপনারা তখন ভাবতে থাকেন, কেন আমার সঙ্গেই এমন হলো?”

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: মঞ্চে তিনি সব সময়ই প্রাণবন্ত, হাসিখুশি। নিজের ব্যক্তিগত জীবনকে বরাবরই আড়ালে রেখেছেন জনপ্রিয় সংগীতশিল্পী মোনালি ঠাকুর। কিন্তু এবার তাঁর আসন্ন নতুন গান ‘একবার ফির’-এর মাধ্যমে তিনি কি তাঁর জীবনের না বলা যন্ত্রণার কথাই সামনে আনছেন? গানের ভিডিওতে দেখানো হয়েছে গার্হস্থ্য হিংসার ভয়াবহ চিত্র, যা দেখে অনেকেই মনে করছেন, এটি হয়তো তাঁর নিজের জীবনেরই প্রতিচ্ছবি।

‘একবার ফির’ গানটির প্রচারণামূলক ফার্স্ট লুকে দেখা যায়, মোনালির চরিত্রটি মৌখিক এবং শারীরিক হেনস্তার শিকার হচ্ছেন। কোনো দৃশ্যে তাঁকে চড় মারা হচ্ছে, আবার কোথাও গলা টিপে ধরা হচ্ছে।

ভিডিওর শুরুতে মোনালি ঠাকুরের কণ্ঠে শোনা যায়, “যখন কাছের কেউ আঘাত করে বা প্রতারণা করে, তখন হৃদয় কেঁদে ওঠে। আপনারা তখন ভাবতে থাকেন, কেন আমার সঙ্গেই এমন হলো?”

যদিও মোনালি নিজে সরাসরি কিছুই বলেননি, তবে তাঁর ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, এই গানের বার্তার সঙ্গে তাঁর নিজের জীবনের গভীর মিল রয়েছে। তিনি হয়তো গানের মাধ্যমেই বোঝাতে চেয়েছেন যে, বাস্তবেও তিনি এই ধরনের হেনস্তার শিকার হয়েছিলেন।

তবে গানের ভিডিওটি শেষ হয়েছে এক ইতিবাচক বার্তায়। মোনালি বলেন, “পৃথিবী যতই মনে আঘাত করুক, হার মেনে নেওয়া যাবে না।”

প্রয়াত অভিনেতা শক্তি ঠাকুরের মেয়ে মোনালি ঠাকুর মাত্র ১৩ বছর বয়স থেকে সংগীত জগতে যাত্রা শুরু করেন। ২০০৬ সাল থেকে তিনি বাংলা ও হিন্দি সিনেমার জগতে একজন প্রথম সারির গায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। তাঁর এই নতুন গানটি চলতি মাসের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে, যা নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল এবং আগ্রহ তৈরি হয়েছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0