বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সিনেমার পথে ‘বাহুবলী’?

এটি কোনো সাধারণ এক্সটেন্ডেড কাট নয়, বরং এটি একটি অবিচ্ছিন্ন গল্প বলার এক অনন্য প্রয়াস, যা দর্শকদের ধৈর্য এবং মনোযোগের পরীক্ষা নেবে।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ভারতীয় সিনেমার ইতিহাস বদলে দেওয়া চলচ্চিত্র ‘বাহুবলী’র ভক্তদের জন্য এলো এক বিরাট সুখবর। দীর্ঘ প্রায় ১০ বছরের অপেক্ষার পর, নির্মাতারা অবশেষে উন্মোচন করেছেন এই ফ্র্যাঞ্চাইজির নতুন পর্ব ‘বাহুবলী: দ্য এপিক’-এর প্রথম ঝলক। গতকাল, মঙ্গলবার (২৬ আগস্ট) প্রকাশিত এই ঝলকে আবারও চোখে পড়েছে মাহিষ্মতী রাজ্যের সেই রাজকীয় আভিজাত্য এবং প্রভাসকে তাঁর আইকনিক ‘বাহুবলী’ রূপে দেখার ইঙ্গিত, যা ভক্তদের মধ্যে উন্মাদনার ঝড় তুলেছে।

এস. এস. রাজামৌলীর এই নতুন সৃষ্টিটি আগের দুটি ছবির সঙ্গেই যোগসূত্র বজায় রাখবে, তবে এর সবচেয়ে বড় চমক হলো এর দৈর্ঘ্য। জানা গেছে, ‘বাহুবলী: দ্য এপিক’-এর মোট সময়সীমা হবে ৫ ঘণ্টা ২৭ মিনিট! নির্মাতারা জানিয়েছেন, এটি কোনো সাধারণ এক্সটেন্ডেড কাট নয়, বরং এটি একটি অবিচ্ছিন্ন গল্প বলার এক অনন্য প্রয়াস, যা দর্শকদের ধৈর্য এবং মনোযোগের পরীক্ষা নেবে।

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘বাহুবলী: দ্য বিগিনিং’, যা বিশ্বজুড়ে ৬৫০ কোটি রুপির ব্যবসা করেছিল। এরপর ২০১৭ সালে মুক্তি পাওয়া দ্বিতীয় পর্ব ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ ১৭৮৮ কোটি রুপির ব্যবসা করে সর্বকালের অন্যতম সেরা সফল ভারতীয় সিনেমার ইতিহাস তৈরি করে। স্বাভাবিকভাবেই, নতুন এই পর্বটি নিয়ে দর্শকদের প্রত্যাশা আকাশছোঁয়া।

শোনা যাচ্ছে, ২০২৫ সালের ৩১ অক্টোবর বড় পর্দায় মুক্তি পেতে পারে ‘বাহুবলী: দ্য এপিক’। প্রায় এক দশক পর আবারও প্রভাসের বাহুবলী রূপে প্রত্যাবর্তন এবং এমন এক বিশাল মাপের সিনেমা— সবকিছু মিলিয়ে এটি হতে চলেছে ভারতীয় সিনেমার ইতিহাসের অন্যতম বড় একটি ঘটনা।

 বাংলাফ্লো/এইচএম  

 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0