এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বাংলাদেশের ‘প্রিয়তমা’ থেকে কলকাতার ‘খাদান’— একের পর এক হিট সিনেমা দিয়ে তিনি এখন দুই বাংলারই জনপ্রিয় অভিনেত্রী। টলিউড সুপারস্টার দেব তো তাঁকে ভালোবেসে ‘বাংলার ক্রাশ’ খেতাবই দিয়ে দিয়েছেন। সেই ইধিকা পালের ক্যারিয়ারে এবার যুক্ত হতে চলেছে আরও এক নতুন পালক। ইন্ডাস্ট্রির অন্দরে জোর গুঞ্জন, তিনি নাকি এবার জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক কৌশিক গাঙ্গুলীর নতুন সিনেমার নায়িকা হতে চলেছেন।
টলিউডের সূত্র অনুযায়ী, পরিচালক কৌশিক গাঙ্গুলী তাঁর আগামী সিনেমার জন্য ইধিকা পালের কথা ভাবছেন। যদিও বিষয়টি এখনও একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কোনো পক্ষ থেকেই চূড়ান্তভাবে কিছু জানানো হয়নি। বর্তমানে কৌশিক গাঙ্গুলী তাঁর ‘ধূমকেতু’র প্রচার এবং ‘অর্ধাঙ্গিনী ২’-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। অন্যদিকে, ইধিকারও আগামী এক মাস শিডিউল পুরোপুরি ব্যস্ত। তাই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে আরও কিছুটা সময় লাগবে।
‘পিলু’ ধারাবাহিক শেষ হওয়ার পর ইধিকা পাল আর ছোটপর্দায় ফেরেননি। বড় পর্দাতেই একের পর এক বাজিমাত করছেন তিনি।
আগামী ২৯ আগস্ট মুক্তি পাচ্ছে সোহম চক্রবর্তীর বিপরীতে তাঁর সিনেমা ‘বহুরূপ’, যেখানে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন।
মিঠুন চক্রবর্তী এবং দেব অভিনীত ব্লকবাস্টার ‘প্রজাপতি’র সিক্যুয়েলেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। শোনা যাচ্ছে, এই ছবিতে তিনি দেবের স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন।
দেবের আরও একটি বড় বাজেটের ছবি ‘রঘু ডাকাত’-এর টিজারেও ‘সৌদামিনী’ চরিত্রে নজর কেড়েছেন তিনি।
সব মিলিয়ে, বাণিজ্যিক সিনেমার সফল নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার পর, এবার যদি কৌশিক গাঙ্গুলীর মতো একজন ভিন্নধারার পরিচালকের সঙ্গে তিনি জুটি বাঁধেন, তবে তা ইধিকার ক্যারিয়ারকে নিঃসন্দেহে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0