মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

ছাগলদের কমেন্টের আর রিপ্লাই দেব না—স্বস্তিকা মুখার্জি

“শুভ নবমী। এই পূজাতে নিজেকে একটা প্রমিস করেছি। ছাগলদের কমেন্টের আর রিপ্লাই দেবো না। যদিও চোখে পড়লে বেশ হাত ইশপিশ করে আমার, ভাবি চুপ করে না থেকে উচিত জবাব দেওয়া দরকার। আমি অনুভব করি এটা যোগ্য নয়, ট্রলিং এখন আর ট্রলিংও নয়।”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ট্রোলারদের কড়া ভাষায় জবাব দেওয়ার জন্য বরাবরই পরিচিত ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তবে এবার তিনি নিলেন এক নতুন সিদ্ধান্ত। দুর্গাপূজার শুভ নবমীর দিনে, তিনি নিজেকেই নিজে এক বিশেষ প্রতিজ্ঞা করেছেন— তিনি আর ট্রোলারদের মন্তব্যের জবাব দেবেন না। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে, তিনি এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যকারীদেরকে ‘ছাগল’ বলে অভিহিত করেছেন এবং জানিয়েছেন, ট্রোলিং এখন এক ‘মহামারি’-তে পরিণত হয়েছে।

নিজের ফেসবুক পেজে স্বস্তিকা মুখার্জি লিখেছেন, “শুভ নবমী। এই পূজাতে নিজেকে একটা প্রমিস করেছি। ছাগলদের কমেন্টের আর রিপ্লাই দেবো না। যদিও চোখে পড়লে বেশ হাত ইশপিশ করে আমার, ভাবি চুপ করে না থেকে উচিত জবাব দেওয়া দরকার। আমি অনুভব করি এটা যোগ্য নয়, ট্রলিং এখন আর ট্রলিংও নয়।”

তিনি আরও যোগ করেন, “এটা একটা মহামারির রূপ ধারণ করেছে। আমাদের সবার জীবনেই নানান ওঠা পড়ার মধ্য দিয়ে যেতে হয় প্রতিনিয়ত, বাড়তি নেগেটিভিটির দরকার নেই।” তিনি জানান, এখন থেকে তিনি শুধুমাত্র তাঁদেরকেই গুরুত্ব দেবেন, যাঁরা তাঁকে ভালোবাসেন এবং ‘ব্লক’ বাটনটিই হবে তাঁর প্রতিবাদের ভাষা।

সবশেষে, স্বস্তিকা সেই সমস্ত নারীদের অভিনন্দন জানিয়েছেন, যাঁরা প্রতিনিয়ত বডি শেমিং এবং এজ শেমিংয়ের বিরুদ্ধে লড়াই করছেন। তিনি বলেন, “আমরা তখনই জয়ী হবো যদি আমরা এই লজ্জা নিজেদের সাথে বহন করা বন্ধ করি। তোমাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা।”

স্বস্তিকা মুখার্জির এই সাহসী এবং বলিষ্ঠ পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে। অনেকেই তাঁর এই সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।


বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0